পাচারের আগেই বড়সড় সেক্স ব়্যাকেট থেকে উদ্ধার ১৬ নেপালি মহিলা


নয়াদিল্লি: বড়সড় সেক্স ব়্যাকেটের পর্দাফাঁস৷ নয়াদিল্লিতে এই ব়্যাকেট থেকে পুলিশ ১৮ মহিলাকে উদ্ধার করে যার মধ্যে ১৬ নেপালি৷ মঙ্গলবার পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে, বারাণসী ক্রাইম ব্রাঞ্চ এবং দিল্লি পুলিশ যৌথভাবে অভিযান চালায় বসন্ত বিহার পুলিশ স্টেশনের অন্তর্গত একটি বাড়িতে৷ সেখান থেকেই উদ্ধার করা হয় এই মহিলাদের৷

জানা গিয়েছে, বিগত কয়েক দিন ধরেই বেশ কিছু মহিলাকে সেই বাড়ির মধ্যে আটকে রাখা হয়েছিল৷ তাদের বাইরে পাচার করে দেওয়ার পরিকল্পনা ছিল৷ এই পাচারচক্রে জড়িত তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷

কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে নেপালি মহিলাদেরও আনা হয়েছিল৷ তাদের প্রথমে বারাণসীতে নিয়ে আসা হয়৷
 
পাচারের আঁচ পেয়ে জুলাইয়ের প্রথম সপ্তাহে ২ নেপালি মহিলা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়৷ তারা নেপাল পুলিশকে এই ব়্যাকেট সম্পর্কে জানালে তারা নেপাল দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে৷ খবর সংগ্রহ করে বারাণসী পুলিশ গত সপ্তাহে বারাণসীর বহু জায়গায় হানা দেয়৷ জয় সিং নামে এক ব্যাক্তিকে গ্রেফতারও করা হয়৷

তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিস জানতে পারে, একদল নেপালি মহিলাকে মধ্যপ্রাচ্যে পাচারের ছক কষা হচ্ছে৷ এরপরেই দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করে বারাণসী ক্রাইম ব্রাঞ্চ৷ উদ্ধার করা তরুণী-মহিলাদের ওয়াইএমসিএ-তে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ৷