মধ্যবিত্তের হেঁশেলে কোপ, ফের বাড়ল রান্নার গ্যাসের দাম


নয়াদিল্লি: মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ, হেঁসেলে ফের কোপ ৷ ফের দাম বাড়ল গ্যাসের দাম ৷ ভতুর্কিযুক্ত ও ভর্তুকিহীন দুই ক্ষেত্রেই রান্নার গ্যাসের দাম বাড়ল মঙ্গলবার মধ্যরাত থেকেই ৷

ভর্তুকিযুক্ত গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ১.৭৬ টাকা করে বাড়ানো হয়েছে ৷ একইসঙ্গে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি একলাফে ৩৫.৫০ টাকা বাড়ল ৷ মঙ্গলবার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন(আইওসি)-র তরফ থেকে একটি বিবৃতি পেশ করে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রা বিনিময়ের মূল্য পরিবর্তনের ফলে দাম বাড়ল রান্নার গ্যাসের ৷ কেউ কেউ জিএসটি-কেও এই গ্যাসের দাম বৃদ্ধির জন্য দায়ী করেছেন ৷

আজ থেকে দিল্লিতে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ৭৮৯.০৫ আর ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম পড়বে ৪৯৮.০২ টাকা ৷

পরিবার পিছু বছরে ১২টি রান্নার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকি দেয় কেন্দ্র। কোনও পরিবারে এর থেকে বেশি সিলিন্ডার দরকার হলে তা কিনতে হয় বাজার দরে।