বঙ্গোপসাগরে ফের ট্রলার ডুবি! নিখোঁজ ৭ মৎস্যজীবী


বঙ্গোপসাগরে ফের ট্রলার ডুবি। মঙ্গলবার বিকেলে এই ট্রলার ডুবির ঘটনা ঘটে। এই ঘটনায় সাতজন মৎস্যজীবী নিখোঁজ হয়েছেন বলে জানা গিয়েছে। প্রশাসন ও মৎস্যজীবী সংগঠনের তরফে উদ্ধার কাজ শুরু করা হয়েছে। যদিও খারাপ আবহাওয়ার কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে উদ্ধার কাজ।

সেই দিন পনেরো আগের চিত্র। কাকদ্বীপ থেকে মৎস্যজীবীরা যখন রওনা হয়েছিলেন, তখন আবহাওয়া ছিল অনুকূল। ফিরে আসার সিদ্ধান্ত নেওয়ার আগেই আবহাওয়া খারাপ হতে শুরু করে মঙ্গলবার। সেই সময় অন্যদের মতো ফিরে আসছিলেন একটি ট্রলারে থাকা কাকদ্বীপের ১৮ জন মৎস্যজীবী।

মৎস্যজীবীদের সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধের সময় ফ্রেজারগঞ্জের লুথিয়ান দ্বীপের চড়ায় আটকে দুর্ঘটনায় পড়ে মৎস্যজীবীদের ট্রলার। তবে সঙ্গে সঙ্গে আশপাশে থাকা অন্য ট্রলার উদ্ধার কাজে হাত লাগায়। ১১ জনকে উদ্ধার করা গেলেও, সাতজন নিখোঁজ।
নিখোঁজ মৎস্যজীবীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে সুন্দরবন কোস্টার থানা এবং মৎস্যজীবীদের সংগঠন।

১৬ জুলাইয়ের দুর্ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ৪ মৎস্যজীবী।