এবার থেকে রেলে টিকিট বুকিং করার পরও বদলানো যাবে স্টেশন ও যাত্রীর নাম


যাত্রীদের সুবিধার্থে ট্রেনের রিজার্ভেশনে নাম বদলের পদ্ধতি আরও সহজ করল রেল ৷ একজনের নামে কাটা টিকিটে এবার যাত্রা করতে পারবেন তার আত্মীয়রা৷ কীভাবে ?


নয়াদিল্লি: যাত্রীদের সুবিধার্থে ট্রেনের রিজার্ভেশনে নাম বদলের পদ্ধতি আরও সহজ করল রেল ৷ একজনের নামে কাটা টিকিটে এবার যাত্রা করতে পারবেন তার আত্মীয়রা৷ কীভাবে ? খুব সহজ ৷ আপনার কাছে যদি কনফার্মড টিকিট থাকে কিন্তু কোনও কারণে আপনি সেদিন যাত্রা করতে না চান তাহলে অন্যের নামে টিকিটটি আপনি ট্রান্সফার করে দিতে পারবেন ৷ শুধু তাই নয় এবার থেকে বোর্ডিং স্টেশনও সহজেই অনলাইনে পরিবর্তন করা যাবে ৷ সম্প্রতি এই বিষয়ে IRCTC-র তরফে এমনটা জানানো হয়েছে ৷ পাশাপাশি অনলাইনে TDR (Ticket Deposit Receipt) ফাইল করে চার্ট তৈরির পরও ই টিকিট বাতিল করা যাবে ৷ এখানেই শেষ নয় ৷ যাত্রীরা এবার থেকে IRCTC ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ক্যাবও বুক করতে পারবেন ৷

দেখে নিন কী ভাবে বোর্ডিং স্টেশন বদল করবেন -
যাত্রীদের নিজেদের IRCTC অ্যাকাউন্টে লগ ইন করতে হবে ৷ ক্লিক করতে হবে 'বুক টিকিট হিস্টোরি' অপশনে। যে টিকিটের বোর্ডিং বদলাতে চান সেটাতে ক্লিক করে 'চেঞ্জ বোর্ডিং পয়েন্ট' অপশনে ক্লিক করতে হবে। এরপর নতুন পেজ খুলে যাবে ৷ সেখানে স্টেশনের নাম বদলে সেভ করে দিলেই বোর্ডিং স্টেশন বদলে যাবে ৷ তবে এই সমস্ত সুবিধা অনলাইনে কাটা টিকিটের ক্ষেত্রে মিলবে ৷

টিকিটে নাম বদলের ক্ষেত্রে যাত্রার ২৪ ঘণ্টা আগে রেলওয়ে রিজার্ভেশন অফিসে গিয়ে নাম বদল করতে হবে ৷ তবে টিকিটের নাম কেবল পরিবারের সদস্য অথার্ৎ মা, বাবা, ভাই, বোন, ছেলে , মেয়ে, স্বামী ও স্ত্রীর ক্ষেত্রে করা যাবে ৷ এর জন্য পরিচয়পত্র ও আপনাদের সম্পর্কের প্রমাণ দিতে হবে ৷ তবে এটা অনলাইনে করা যাবে না ৷