ICU-র ১৬ জন নার্সই একই সময়ে প্রেগন্যান্ট!


হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, অনেক নার্স রয়েছে৷ ফলে বিভিন্ন শিফটে ভাগ করে দেওয়া হবে৷ কারও কোনও অসুবিধা হবে না৷ ওই ১৬ জন নার্স বেবি সাওয়ার নামে একটি ফেসবুকে একটি অ্যাকাউন্টও খুলছেন৷


অ্যারিজোনা: আক্ষরিক অর্থেই 'বেবি বুম'! ফেসবুকে ওই চ্যাটটির আগে পর্যন্ত কেউ ভাবতেও পারেননি৷ তারপর যখন একই খবর একে অপরের সঙ্গে মিলল, বিষয়টি তখন পরিষ্কার৷ তাজ্জবের তো বটেই৷ মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় একটি হাসপাতালে একই সঙ্গে ১৬ জন নার্স গর্ভবতী৷ একই সময়ে৷ এই ১৬ জনই হাসপাতালটির আইসিইউ-তে নার্স হিসেবে কর্মরত৷

ব্যানার ডেজার্ট মেডিক্যাল সেন্টারের রচেল সেরম্যান নামে এক নার্সের কথায়, 'ফেসবুকে না গেলে আমরা জানতেই পারতাম না, ঠিক কতজন গর্ভবতী৷' প্রত্যেককেই ডাক্তার বলেছেন, অক্টোবর থেকে জানুয়ারির মধ্যে সন্তান প্রসব করবেন৷ নার্স জোলেন গ্যারোর কথায়, 'এঁরা প্রত্যেকেই একই সময়ে গর্ভাবস্থাকালীন ছুটি নেবেন৷ তাই বাকি নার্সদেরও নোটিশ দেওয়া হচ্ছে৷ রোগীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকে আমরা লক্ষ্য রাখছি৷'

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, অনেক নার্স রয়েছে৷ ফলে বিভিন্ন শিফটে ভাগ করে দেওয়া হবে৷ কারও কোনও অসুবিধা হবে না৷ ওই ১৬ জন নার্স বেবি সাওয়ার নামে একটি ফেসবুকে একটি অ্যাকাউন্টও খুলছেন৷