দু’মাস বিনামূল্যে পরিষেবা দেবে Jio, কীভাবে পাবেন?


নয়াদিল্লি: হাত মেলাল দুই তাবড় সংস্থা, রিলায়েন্স জিও এবং আইসিআইসিআই ব্যাংক৷ তবে, এই সিদ্ধান্তে মূলত লাভবান হতে চলেছেন গ্রাহকরাই৷ দুই সংস্থা মিলিতভাবে পোস্টপেড গ্রাহকদের জন্য নিয়ে আসছে বিনামূল্যে পোস্টপেড পরিষেবা৷ দু'মাস ইউজাররা পাবেন পরিষেবাটি৷ জানা গিয়েছে, জিও পোস্টপেড গ্রাহক Auto Pay এর জন্য সাইন-আপ করলে বিনামূল্যে এই জিও পরিষেবাটি পাবেন৷ তবে, তার জন্য ব্যবহার করতে হবে আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট কার্ড৷

অন্যদিকে, আইসিআইসিআই ব্যাংকের ডেবিট কার্ড ব্যবহারকারীরা সুযোগটি থেকে বঞ্চিত থাকছেন৷ রিপোর্টের তথ্য অনুসারে, জিও পোস্টপেড গ্রাহকদের দিতে হবে ছয় মাসের বিল৷ তারপরই ব্যাংক ইউজারদের দেবে একটি বিশেষ ছাড়৷ যদি, ইউজাররা এক বছরের জন্য বিল পেমেন্ট করেন৷ তবে, জিও এবং আইসিআইসিআই ক্যাশব্যাক পাঠাবে গ্রাহক ক্রেডিট কার্ড অ্যাকাউন্টে৷

কীভাবে পাবেন অফারটি? ওপেন করুন "My Jio app"৷ এরপর, সিলেক্ট " JioPay"- "Jio Auto Pay"-"Credit Card"৷ রেজিস্ট্রশন শেষ হলে অ্যাপটি পুরো প্রক্রিয়াটিকে নিশ্চিত করবে৷ ছাড়টি পেতে হলে ইউজারকে দিতে প্রতি মাসে ১৯৯ টাকা৷ অন্যদিকে, নতুন পোস্টপেড কাস্টমাররা পাবেন ISD কলিংয়ের সুযোগ৷ জিও পোস্টপেডে থাকছে আরও একটি সুযোগ৷ যেখানে গ্রাহকেরা জিওর সমস্ত পপুলার অ্যাপগুলিতে (Jio TV, Jio Music, Jio Pay)বিনামূল্যে সাবসক্রিপশনের সুযোগ পাবেন৷