সোনার মেয়ের জন্য পুরস্কার ৩ কোটি


জাকার্তা: এশিয়ান গেমসে ইতিহাস সৃষ্টিকারী ভিনেশ ফোগত এবং দেশকে প্রথম সোনা এনে দেওয়া বজরং পুনিয়ার জন্য পুরস্কার ঘোষণা করল হরিয়ানা সরকার৷ সোনা জয়ী দুই কুস্তিগীরকে ৩ কোটি টাকা করে দেওয়ার ঘোষণা করলেন বিজেপি নেতা তথা হরিয়ানার ক্রীড়ামন্ত্রী অনিল বিজ৷

সোমবার এশিয়ান গেমসের দ্বিতীয় দিন দেশকে দ্বিতীয় সোনা এনে দেন ফোগত৷ প্রথম ভারতীয় মহিলা হিসেবে কুস্তিতে এশিয়ান গেমসে সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেন হরিয়ানা কন্যা৷ ৫০ কেজি ফ্রি-স্টাইল ইভেন্টে জাপানের য়ুকি ইরিকে ৬-২ হারিয়ে সোনা জেতেন ফোগত৷ এর আগে অর্থাৎ রবিবার গেমেসের প্রথম দিন দেশকে প্রথম সোনা এনে দেন কুস্তিগীর বজরং পুনিয়া৷ পুরুষদের ৬৫ কেজি ইভেন্টে জাপানি প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সোনা জেতেন পুনিয়া৷

আর দ্বিতীয় দিন শুটিংয়ে দেশকে রুপো এনে দেন হরিয়ানার কিশোর লক্ষ শেরন৷ এশিয়ান গেমসে অভিষেকেই রুপো জিতে নজির গড়েন ১৯ বছরের ট্র্যাপ শুটার শেরন৷ রাজ্যের এই তিন খেলোয়াড়কে পদক জয়ের অভিনন্দন জানিয়ে পুরস্কার ঘোষণা করেন ক্রীড়ামন্ত্রী৷ সোনা জয়ী দুই খেলোয়াড় ফোগত ও পুনিয়ার জন্য প্রত্যেককে তিন কোটি করে এবং রুপো জয়ী শেরনকে ১.৫ কোটি দেওয়ার ঘোষণা করেন রাজ্যের ক্রীড়া।