আর চিন্তা নেই, এবার ১০০ জিবি ডেটা একেবারে ফ্রি


নয়াদিল্লি: স্বাধীনতা দিবস থেকেই শুরু হয়ে গিয়েছে Jio GigaFiber রেজিস্ট্রেশন৷ নতুন ব্রডব্যান্ড পরিষেবাটির জন্য গ্রাহকদের Jio.com এর মাধ্যম সাইন-আপ করতে হবে৷ ভারতের মোট ১১০০ টি শহর জুড়ে ইউজাররা পরিষেবাটি পেতে চলেছেন৷ রিপোর্ট বলছে, রিলায়েন্স জিও নিয়ে আসতে পারে আরও কম দামে বেশি স্পিডসম্পন্ন পরিষেবা৷ নতুন রিপোর্টের তথ্য অনুযায়ী, Jio GigaFiber দিতে পারে বিনামূল্যে ১০০ জিবি ডেটা৷ তবে, তার জন্য অবশ্যই থাকবে বেশ কিছু শর্তাবলী৷

সংবাদ মাধ্যমের তথ্য জানাচ্ছে, 'Jio GigaFiber preview offer' এর অধীনে সংস্থা (জিও) দিতে চলেছে প্রথম তিন মাসের জন্য বিনামূল্যে ডেটা পরিষেবা৷ তবে, সেজন্য গ্রাহকদের দিতে হবে ৪৫০০ টাকা৷ যেটা অবশ্য Jio GigaFiber এর ইন্সটলিং চার্জেস৷ প্রথম তিন মাসে জিও দেবে হাই-স্পিডের ডেটা৷ Jio GigaFiber preview offer এর মধ্যে ইউজাররা পাবেন 100Mbps স্পিডের ডেটা ৯০ দিনের জন্য৷

এছাড়া, অতিরিক্ত হিসেবে থাকছে জিও অ্যাপগুলিতে বিনামূল্যে সাবসক্রিপশনের সুযোগ৷ ডেটার পরিমাণ থাকছে ১০০ জিবি পর্যন্ত৷ যদি, কোন গ্রাহক ১০০ জিবি ডেটা খরচ করে ফেলেন তবে, তার জন্য থাকছে ডেটা টপ-আপস রিচার্জের অপশন৷ রিচার্জ করতে পারবেন Jio.com অথবা MyJio মোবাইল অ্যাপের মাধ্যমে, যেটি অফার করবে ৪০ জিবি পর্যন্ত ডেটা৷ Jio GiaFiber জন্য প্রয়োজনীয় টাকা গ্রাহক দিতে পারবেন ডেবিট এবং ক্রেডিট কার্ড, পেটিএম, জিও মানির মাধ্যমে৷