মেয়েকে নিয়ে ফেরার সময় বোমার আঘাতে খুন তৃণমূল নেতা


শাসকদলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বেরই জেরেই খুন সাগর শেখ। দাবি বিরোধীদের।


ফের তৃণমূল নেতা খুন বীরভূমে। দুষ্কৃতী হামলায় মৃত্যু হল তৃণমূল নেতার। মৃতের নাম সাগর শেখ। ঘটনাটি ঘটেছে বীরভূমের লাভপুরে।

লাভপুরের ঠিবা এলাকার তৃণমূল নেতা সাগর শেখ। সোমবার রাতে কীর্ণাহার থেকে মেয়েকে নিয়ে ফিরছিলেন তিনি। অভিযোগ, কুয়ে নদীর বাঁধের কাছে বলরাম গ্রামে তাঁর উপর হামলা চালায় একদল দুষ্কৃতী। সাগর শেখকে লক্ষ্য করে বোমা ও গুলি ছোঁড়ে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সাগর শেখ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিস এসে দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য সিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দেহ।

এই ঘটনায় সিপিএম-এর দিকেই অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। তৃণমূলের বীরভূম জেলা সভাপতির স্পষ্ট অভিযোগ, সিপিএম আশ্রিত দুষ্কৃতীরাই খুন করেছে সাগর শেখকে। এর আগেও বহুবার সাগর শেখকে খুনের চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেবার সুবিধা করতে পারেনি দুষ্কৃতীরা।

এই ঘটনায় দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন অনুব্রত মণ্ডল। যদিও তৃণমূল বীরভূম জেলা সভাপতিরপ অভিযোগ সাফ খারিজ করে দিয়েছে বিরোধীরা। বিরোধীদের পাল্টা দাবি, এঘটনা শাসকদলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বেরই ফল। গোষ্ঠীসংঘর্ষের জেরেই খুন হয়েছেন সাগর শেখ।