পুরনো এসবিআই ডেবিট কার্ড ব্যবহার করছেন! বদলে ফেলুন এখুনি, জানুন কেন


দেশের সবচেয়ে বড় ব্যাঙ্কিং সংস্থা এসবিআই তাদের অ্যাকাউন্ট হোল্ডারদের নতুন পরামর্শ দিয়েছে। পুরনো ম্যাগস্ট্রিপ ডেবিট কার্ড ব্যবহার করে থাকলে অবিলম্বে তা বদলে ইভিএম চিপ দেওয়া ডেবিট কার্ড ব্যবহার করার কথা জানানো হয়েছে।

এই বছরের শেষ হওয়ার আগেই ডেবিট কার্ড বদলে ফেলতে হবে। এমনটাই নাকি নিয়ম জারি করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। জানিয়েছে এসবিআই।

বলা হয়েছে, এসবিআইয়ের সমস্ত গ্রাহকতে ম্যাগস্ট্রিপ ডেবিট কার্ড বদলে ফেলতে হবে। বদলে ইভিএম চিপ কার্ড ব্যাঙ্ক থেকে সংগ্রহ করতে হবে। ইন্টারনেট ব্যাঙ্কিং অথবা এসবিআই হোম ব্রাঞ্চে গিয়ে এই বদল করা যেতে পারে।

কীভাবে বুঝবেন আপনার কার্ড ম্যাগস্ট্রিপ ডেবিট কার্ড নাকি ইভিএম চিপ ডেবিট কার্ড? ডেবিট কার্ড নতুন হলে তাতে বাঁদিকে ফোনের ন্যানো সিমের মতো একটি চিপ লাগানো থাকবে। যদি সেটা না থাকে তাহলে বুঝতে হবে এটি পুরনো কার্ড।

পুরনো কার্ড হলে আপনার হাতে বেশ কয়েকমাস সময় রয়েছে। যে ব্রাঞ্চে গিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেখানে নতুন কার্ডের জন্য আবেদন করতে হবে। অথবা এসবিআই ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদন করতে হবে।