উত্তরপ্রদেশের সরকারি হাসপাতালে ৪৫ দিনে মৃত ৭১ শিশু


বাহরাইচ(উত্তরপ্রদেশ) : গত ৪৫ দিনে মৃত কমপক্ষে ৭১ জন শিশু। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাহরাইচের জেলা সরকারি হাসপাতালে। হাসপাতালের সুপার ডি কে সিং এতজন শিশু মৃত্যুর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শিশুরা মারা গেছে।

সুপারের দাবি, "আশপাশের গ্রামগুলির বেশিরভাগ মানুষ জেলা হাসপাতালটির উপর নির্ভরশীল। কিন্তু আমাদের হাসপাতালে সঠিক পরিকাঠামোর অভাব রয়েছে। ফলে হাসপাতাল কর্তৃপক্ষকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।"
তিনি আরও বলেন, "হাসপাতালে বেড সংখ্যা মাত্র ২০০। অথচ বর্তমানে প্রায় ৪৫০ রোগী ভর্তি আছেন। স্বাভাবিকভাবেই কাজের চাপ অত্যন্ত বেশি। আমরা প্রাণপণে চেষ্টা চালাচ্ছি যাতে যত বেশি সংখ্যক রোগীর জীবন বাঁচাতে পারি।"

গতবছর গোরখপুরের বাবা রাঘব দাস মেডিক্যাল কলেজে অক্সিজেনের অভাবে ৬০ জন শিশু মারা যাবার পর, এই মর্মান্তিক ঘটনা উত্তরপ্রদেশের স্বাস্থ্য পরিষেবাকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।