ট্রিপল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল Samsung Galaxy A7 (2018)


মঙ্গলবার নতুন মিড রেঞ্জ স্মার্টফোনের ঘোষণা করল Samsung। নতুন এই ফোনের নাম Samsung Galaxy A7 (2018)। দক্ষিণ কোরিয়ায় এই ফোন লঞ্চ হয়েছে। Galaxy A7 (2018) এর পিছনে থাকবে তিনটি ক্যামেরা। Galaxy A7 (2018) এর প্রধান আকর্ষন ফোনের OLED ডিসপ্লে, ডলবি অ্যাটম অডিও, ফোনের পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ট্রিপল রিয়ার ক্যামেরার সাথেই থাকবে 24MP সেলফি ক্যামেরা।

কত দাম? কোথায় পাবেন?
Samsung জানিয়েছে ইউরোপ ও এশিয়ার কয়েকটি দেশে এই ফোনলঞ্চ করা হবে। পরে বিশ্ববাজারে নিয়ে আসা হবে Samsung Galaxy A7 (2018)। 11 অক্টোবর নতুন এক ফোন লঞ্চ করবে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। সেই ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা। 
 

Samsung Galaxy A7 (2018) স্পেসিফিকেশান
ডুয়াল সিম Galaxy A7 (2018) ফোনে Android 8.0 Oreo অপারেটিং সিস্টেম চলবে। Galaxy A7 (2018) তে থাকবে একটি 6 ইঞ্চি FHD Super AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18.5:9। ফোনের ভিতরে থাকবে একটি কোয়াদ কোর প্রসেসার, 4GB/6GB Ram আর 64GB/128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Samsung  Galaxy A7 (2018) ফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি 24MP প্রায়মারি সেন্সার, একটি 8MP সেন্সারের সাথে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর একটি 5MP ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য ফোনের সামনে থাকবে 24MP ক্যামেরা। 

কানেক্টিভিটির জন্য Samsung  Galaxy A7 (2018) এ রয়েছে  4G VoLTE, dual-band Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, ANT+, NFC, GPS, GLONASS, Beidou আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকবে একটি 3300 mAh ব্যাটারি।