কাশ্মীরে চার পুলিশ কর্মীকে অপহরণ করল জঙ্গিরা


মহরমের মধ্যে তাঁদের বর্বরচরিত্র বজায় রাখল পাক মদতপুষ্ট জঙ্গিরা। শুক্রবার সকালে জম্মু-কাশ্মীরের সোপিয়ান তিন জন পুলিশ অফিসারকে হত্যা করল তারা৷ এখনও নিখোঁজ আরও এক পুলিশ কর্মী। এদিন সকালেই চারজনকে প্রথমে অপহরণ করে সন্ত্রাসীরা। অপহৃত পুলিশ কর্মীদের মধ্যে তিনজন উচ্চপদস্থ আধিকারিক ও একজন পুলিশ কর্মী রয়েছেন৷ অনুমান, শহিদ জওয়ান নরেন্দ্র কুমারের মতোই তাঁদেরও অপহরণ করা হয়েছে৷ এর পিছনে উপত্যকায় আত্মগোপন করে থাকা জঙ্গিদের হাত রয়েছে বলেই আশঙ্কা৷ এছাড়া, বান্দিপোড়ার জঙ্গলে দুই জঙ্গিকে নিকেশ করেছে বিএসএফ জওয়ানরা৷ এখনও চলছে সেনা-জঙ্গির গুলির লড়াই৷

ইতিমধ্যেই পাক রেঞ্জার্স ও উপত্যকায় আত্মগোপন করে থাকা পাক মদতপুষ্ট জঙ্গিদের বিরুদ্ধে সেনাকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ বুধবার বিএসএফ জওয়ান নরেন্দ্র কুমারকে গলা কেটে নৃশংস ভাবে হত্যা করে পাক রেঞ্জার্সরা৷ ঠিক তার তারপরের দিনই, বৃহস্পতিবার বান্দিপোড়ার জঙ্গলকে ব্যবহার করে জম্মু-কাশ্মীরের অন্দরে প্রবেশের চেষ্টা করে জঙ্গিরা৷ সেনা সূত্রে খবর, বৃহস্পতিবার বান্দিপোরার জঙ্গলে সন্দেহভাজন গতিবিধি চোখে পড়ে৷ এরপর সেখানে পরিস্থিতি খতিয়ে দেখতে গেলে, সেনার উপরে গুলিবর্ষণ করতে শুরু করে জঙ্গিরা৷ পালটা জবাব দেয় সেনা৷ প্রাচীরের মতো তাদের বাধা দেয় ভারতীয় জওয়ানরা৷ শুরু হয় গুলির লড়াই৷ সূত্রের খবর, গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে দুই সন্ত্রাসীকে৷ এখনও চলছে সেনা-জঙ্গির গুলির লড়াই৷ উত্তপ্ত রয়েছে উপত্যকার পরিস্থিতি৷ জায়গায় জায়গায় চলছে সার্চ অপারেশন৷ এমত সময়ে সেনাকে শক্ত হাতে উপত্যকার পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বাধীনতা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷

কেবল স্বরাষ্ট্রমন্ত্রী নন, অমানবিক হত্যাকাণ্ডের জন্য পাক রেঞ্জার্সদের মোক্ষম জবাব দেওয়ার আবেদন এসেছে শহিদ বিএসএফ জওয়ান নরেন্দ্র কুমারের পরিবারের পক্ষ থেকেও৷ সূত্রের খবর, শহিদ জওয়ানের রক্ত যাতে বিফলে না যায় সেই অনুরোধই করা হয়েছে৷ উল্লেখ্য, মঙ্গলবার ঘাস কাটতে সীমান্তের কাছে গিয়েছিলেন ভারতীয় জওয়ানরা। তখনই সকাল ১০.৪০ মিনিট নাগাদ গুলি চলে। ৬ ঘণ্টা ধরে নিখোঁজ ছিলেন বিএসএফের হেড কনস্টেবল নরেন্দ্র কুমার। বুধবার সকালে ঝুঁকি নিয়েই নিখোঁজ জওয়ানের সন্ধানে নামে বিএসএফ। তখনই জম্মুর রামগড় সেক্টরে ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তে মেলে বিএসএফ জওয়ান নরেন্দ্র কুমারের গলাকাটা দেহ। তাঁর দেহ পড়ে ছিল সীমান্তের খুব কাছে। উদ্ধার হয় দেহ। তাঁর দেহে মিলেছে ৩টি গুলির চিহ্ন।