জওয়ানের দেহ ছিন্নভিন্ন করার আগে সীমান্ত ঘেঁষে উড়েছিল পাক হেলিকপ্টার!


শ্রীনগর: বিএসএফ হেড কনস্টেবল নরেন্দ্র সিংয়ের দেহ ক্ষতবিক্ষত করে, মাথা দেহ থেকে আলাদা করার প্রচেষ্টায় ফের যে বর্বর, নৃশংস মনোভাবের পরিচয় দিয়েছে পাকিস্তান তাতে সরগরম গোটা দেশ৷ তবে এই ঘটনায় এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে৷

একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, এই ঘটনা ঘটার ঠিক একদিন আগে দেশে সীমান্তের কাছে একটি পাক হেলিকপ্টার দেখতে পেয়েছিল বিএসএফ৷ সেই হেলিকপ্টারটি কিছুক্ষণ ঘোরাঘুরির পরে চলে যায় বলে জানা যায়৷

প্রসঙ্গত, মঙ্গলবারে পাক সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনে নরেন্দ্র সিং নামে বিএসএফ-এর হেড কনস্টেবল শহিদ হন৷ জম্মু-কাশ্মীরের সাম্বা সেক্টরের ঘটনা৷ ১৮ অগস্ট, ইন্দো-পাক সীমান্তে ওই বিএসএফ জওয়ানের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়৷ গত কয়েকদিন ধরেই নিখোঁজ ছিলেন ওই জওয়ান৷

সূত্রের খবর, পাকিস্তান বর্ডার অ্যাকশন টিম তাকে নৃশংসভাবে হত্যা করে৷ জওয়ানের অস্ত্র কেড়ে নেওয়া হয়, চিরে দেওয়া হয় গলা৷ দেহে একাধিক ছুরির আঘাতও রয়েছে৷ শরীর থেকে মাথা আলাদা করে দেওয়ার মতো বর্বরোচিত প্রচেষ্টাও বাদ যায়নি বলে জানা গিয়েছে৷

অনুসন্ধানের সময় শহিদ জওয়ানের দেহ উদ্ধার হয়৷ এই ঘটনার পরেই ইন্দো-পাক ক্রিকেট ম্যাচের আগে এই ধরণের বর্বরোচিত ঘটনা দুই দেশের খেলায় প্রশ্ন ওঠে৷ প্রসঙ্গত, চারদিন আগে জম্মুর রাজৌরির নৌসেরা সেক্টরে পাক সেনার গুলিতে এক ভারতীয় সেনা আহত হন৷