‌দক্ষিণ মেরু জিতে দেশে ফিরলেন প্রথম মহিলা আইপিএস অপর্ণা কুমার


প্রথম মহিলা আইপিএস ডিআইজি হিসেবে সফল দক্ষিণ মেরু অভিযান সেরে দেশে ফিরেছেন অপর্ণা কুমার। ইন্ডো–টিবেটান বর্ডার পুলিস বা আইটিবিপি–র এই অফিসার ১১১ কিলোমিটার তুষারের উপর দিয়ে একাই হেঁটে গত ১৩ তারিখ দক্ষিণ মেরু পৌঁছন। সঙ্গে করে ৩৫ কেজি ওজনের জিনিসপত্র বহন করে নিয়ে গিয়েছিলেন অপর্ণা। এর আগে ছয়টি মহাদেশের ছয়টি শীর্ষ চূড়া সফলভাবে জয় করেছিলেন উত্তর প্রদেশ আইপিএস, ২০০২–এর ব্যাচের এই অফিসার।

দক্ষিণ মেরু পৌঁছে প্রথমে জাতীয় পতাকা এবং আইটিবিপি–র পতাকা উত্তোলন করেছিলেন অপর্ণা। শনিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি নামতেই সহকর্মীকে পুষ্পস্তবক, ব্যান্ড আর জয়ধ্বনির সঙ্গে স্বাগত জানান আইটিবিপি–র কর্মীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও অপর্ণাকে অভিনন্দন জানিয়েছেন। আইটিবিপি–র তথ্য অনুযায়ী, এপর্যন্ত তাদের কর্মীরা ২১১টি সফল পর্বতারোহন করেছে।