কোহলিই সর্বকালের সেরা, বিরাটের প্রশংসায় বিশ্বজয়ী অজি অধিনায়ক


বিরাট কোহলি নাকি শচীন তেণ্ডুলকর, সর্বকালের সেরা ব্যাটসম্যান কে? এ নিয়ে সমর্থকদের মধ্যে বিতর্কের শেষ নেই। শচীন সমর্থকরা দাবি করেন, এখনও বিরাট মাস্টার ব্লাস্টারের উচ্চতায় পৌঁছাতে পারেননি। অন্যদিকে কোহলির ফ্যানদের দাবি, বর্তমান অধিনায়কই ভারতের সর্বকালের সেরা ব্যাটসম্যান। এই দ্বন্দ্বের মধ্যেই এবার কোহলিকে বিরাট সার্টিফিকেট দিয়ে দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক। বিশ্বকাপজয়ী অজি অধিনায়কের মতে, অন্তত ওয়ানডে ক্রিকেটে বিরাটই সর্বকালের সেরা ব্যাটসম্যান।

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের মতে, "এ বিষয়ে বিতর্কের আর কোনও অবকাশ নেই। কোহলিই ওয়ানডে ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যান। ভারতীয় ক্রিকেটের জন্য বিরাট যা করেছে তা দেখে আমি একথা বলতে বাধ্য হচ্ছি।" তিনি আরও বলেন, "যে আবেগ দিয়ে ও ক্রিকেট খেলে তাকে আবার সম্মান করতেই হয়। ওই আবেগের জন্যই ও দলকে জিতিয়ে দিতে পারে। হ্যাঁ, ও একটু আগ্রাসী, কিন্তু এর দায়িত্ববোধ নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না।" দিন দুই আগে 'কফি উইথ করণ'-এর বিতর্কিত এপিসোডটিতেই, বিরাটকে সর্বকালের সেরা ব্যাটসম্যানের আসরে বসিয়েছিলেন তাঁর দুই সতীর্থ। যদিও, ভারতীয় ক্রিকেটের প্রাক্তনীদের অধিকাংশই এখনও কোহলি এবং শচীনকে নিয়ে তুলনা করতে চাইছেন না। এতে কোহলির উপর অনাবশ্যক চাপ পড়তে পারে বলে তাঁদের ধারণা।

একদিনের আন্তর্জাতিক কেরিয়ারে একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। মাত্র ২১৯ ম্যাচে ১০ হাজার ৩৮৫ রান করে ফেলেছেন বিরাট। দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের গণ্ডিও পেরিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ওয়ানডে ক্রিকেটে তাঁর ব্যাটিং গড় ৫৯। ইতিমধ্যেই তিনি ৩৯ টি সেঞ্চুরির মালিক। অন্যদিকে শচীনের ওয়ানডে কেরিয়ারে শচীন ৪৬৩ ম্যাচে ১৮ হাজার ৪২৬ রান করেছেন। একদিনের ক্রিকেটে তাঁর শতরানের সংখ্যা ৪৯। ব্যাটিং গড় ৪৪.৮৩। যদিও, শুধুমাত্র পরিসংখ্যান দিয়ে কোনও ক্রিকেটারের অবদানের তুলনা করাটা নেহাতই বোকামি বলেই মনে করেন বিশেষজ্ঞরা।