অন্য দেশের পুরুষদের সঙ্গে যৌনতায় মাততে পারবেন না রাশিয়ান মহিলারা


মস্কো: অন্য দেশের পুরুষদের সঙ্গে যৌনতায় লিপ্ত হবেন না ! বিশ্বকাপের সময় রাশিয়ার মহিলাদের সতর্ক করল রাশিয়ার রাজনীতিকরা ৷ এমনকী, রাশিয়ার মহিলাদের সোজসাপটা জানানো হল, অন্য দেশের পরুষদের সঙ্গে যৌনতায় লিপ্ত হয়ে সন্তানের জন্ম হলে তাঁদের নাগরিকত্ব পাওয়া নিয়ে সমস্যা হতে পারে ৷ আর সেই সমস্যার কথাই সতর্কবার্তায় স্পষ্ট করল রাশিয়ার প্রশাসন ৷

এই বিষয়ে উদাহরণ দিতে গিয়ে রাশিয়ার রাজনীতিকরা উদাহরণ টেনে আনলেন ১৯৮০ সালে রাশিয়ায় হওয়া মস্কো গেমসের ৷ সেই সময় জন্মনিরোধকের ব্যবহার কম হওয়ায় রাশিয়ার মহিলাদের গর্ভে আসে অ-রাশিয় পুরুষের সন্তান ৷ যাঁদের মূলত 'চিলড্রেন অফ অলিম্পিক' নামেই সম্বোধন করা হয় রাশিয়াতে ৷ সেই ধরণের ঘটনা যাতে বিশ্বকাপের সময় না ঘটে, তার জন্যই এই সতর্কবার্তা ৷

তবে শুধু নাগরিকত্ব সমস্যাই নয় ৷ অসুরক্ষিত যৌনতায় লিপ্ত হলে রাশিয়ায় এইডসের মতো যৌন সংক্রামক ব্যধি ছড়িয়ে পড়তে পারে ৷ সেই দিকে কড়া নজর দেওয়ার জন্যই রাশিয়ার প্রশাসনরা নানা ধরণের প্রচারমূলক কার্যকলাপ শুরু করেছেন৷