Xiaomi Mi Mix 3 তে থাকবে ডুয়াল 24MP সেলফি ক্যামেরা


আগামী 25 অক্টোবর চিনে লঞ্চ হবে Xiaomi Mi Mix 3। লঞ্চের পাঁচ দিন আগে এই ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশান ইন্টারনেটে প্রকাশ করল Xiaomi। নতুন এক টিজারে Xiaomi জানিয়েছে নতুন Mi Mix 3 ফোনে থাকবে ডুয়াল 24MP সেলফি ক্যামেরা। সাথে থাকবে সেলফি লাইট। এছাড়াও এই টিজারে ফোনের নচ বিহীন ফুল স্ক্রিন ডিসপ্লে দেখা গিয়েছে।

চিনে এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে এই টিজার পোস্ট করেছে Xiaomi। এছাড়াও কোম্পানি জানিয়েছে Mi Mix 3 ফোনে থাকবে 10GB RAM আর 5G কানেক্টিভিটি।

Mi Mix 3 তে থাকবে স্লাইডার ক্যামেরা ডিজাইন। এর আগে Oppo Find X ফোনে একই ধরনের ডিজাইন দেখা গিয়েছিল। আগে এক রিপোর্টে জানা গিয়েছে 6GBRAM/ 64GB  স্টোরেজ ভেরিয়েন্টের দাম 510 মার্কিন ডলার (প্রায় 36,300 টাকা)। 6GB/ 128GB স্টোরেজ ভেরিয়েন্টে দাম 555 মার্কিন ডলার (প্রায় 39,500 টাকা)। 8GB RAM /128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 600 মার্কিন ডলার (প্রায় 42,700 টাকা)। আর প্রিমিয়াম 8GB RAM/ 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 645 মার্কিন ডলার (প্রায় 45,900 টাকা)।

Mi Mix 3 তে থাকবে Samsung QHD+ AMOLED ডিসপ্লে। এছাড়াও ফোনের ভিতরে থাকবে Snapdragon 845 চিপসেট 10GB RAM, 256GB স্টোরেজ আর ডুয়াল 24MP সেলফি ক্যামেরা।