দুর্নীতি মামলায় সিবিআই গ্রেফতার করল নিজেদেরই অন্যতম সর্বোচ্চ আধিকারিককে


সপ্তাহ খানেক আগে সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানার বিরুদ্ধে তাঁর নিজের সংস্থা সিবিআই-ই ঘুষ কাণ্ডে এফআইআর দায়ের করেছিল। এদিন গ্রেফতার করা হল সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দলের ডেপুটি এসপি দেবেন্দ্রর কুমারকে গ্রেফতার করা হল। মঈন কুরেশি মামলায় দুর্নীতির অভিযোগেই দিল্লির এই সিবিআই আধিকারিককে গ্রেফতার করা হয়েছে।

সিবিআই দুর্নীতি মামলায় এইআইআর দায়ের করেছে। মইন কুরেশি মামলায় গঠিত তদন্তকারী দলের দায়িত্বে ছিলেন রাকেশ আস্থানা। সেই তদন্তের সময় আস্থানা ঘুষ নেন বলে অভিযোগ। মইনের বিরুদ্ধে টাকা নয়ছয় ও দুর্নীতির অনেক অভিযোগ রয়েছে। সেই রেকর্ড ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।

প্রসঙ্গত বলা ভালো, সিবিআই ডিরেক্টর অলোক বর্মার বিরুদ্ধে ডেপুটি ডিরেক্টর রাকেশ আস্থানা দুর্নীতির অভিযোগ এনেছেন। যদিও সিবিআই এই অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে।

এখন ঘটনা হল, রাকেশ আস্থানা বেশ চাপে পড়ে গেলেন। কারণ সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দলের ডেপুটি এসপি দেবেন্দ্রর কুমার আস্থানার কাছের লোক বলে পরিচিত। এবার কি তার পালা! সময়ই তার উত্তর দেবে।