ইন্দোনেশিয়ায় পুলিশের চাকরি পেতে এখানে যুবতীদের দিতে হয় 'virginity test'


জাকার্তা: সমগ্র বিশ্বে যেখানে সমান অধিকারের জন্য মহিলারা আন্দোলন চালাচ্ছে, সেখানে ইন্দোনেশিয়ার একটি খবর সংবাদ মাধ্যমে জায়গা করে নিয়েছে৷ কারণ সেখানে চাকরিতে প্রবেশ করতে গেলে মহিলাদের কি কি বৈশিষ্ট্য থাকা আবশ্যক তা শুনলে লজ্জা পাবে অনেকেই৷

একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, ইন্দোনেশিয়ায় পুলিশ অফিসার হতে গেলে দিতে হয় সতীত্বের পরীক্ষা ('two-finger' virginity test ). শুধু তাই নয়, সেই সঙ্গে আবেদনকারীদের সুন্দরী হওয়াও আবশ্যক৷ এসব কিছুই নাকি রিক্রুটমেন্ট গাইডলাইনে লেখা রয়েছে!

"morality or physical examination"-এর নামে ওই দেশে এএই পরীক্ষা করা হয়ে থাকলেও তার ফলাফল কোথাও রেকর্ড করা হয় না৷ এমন ধরণের দাবির পিছনে এককটাই কারণ বলা হয়েছে, সুন্দরী পুলিশ অফিসারই দেশে কাম্য৷ পাশাপাশি সমাজ এমন মহিলাকে পুলিশ অফিসার হিসেবে গ্রহণ করবে না যে সতীত্ব হারিয়েছে, তাই এই ধরমের পদক্ষেপ! মহিলাদের সতীচ্ছেদ হয়েছে কিনা তা পরীক্ষা করা হয় 'two-finger' টেস্টের মাধ্যমে৷

এই ধরণের পরীক্ষায় অকৃতকার্য হওয়া এক মহিলা জানান, শুধু যোনিতেই নয়, পায়ুপথে আঙুলের মাধ্যমে পরীক্ষা চলে যা অত্যন্ত বেদনাদায়ক৷ ইন্দোনেশিয়ায় পুলিশ রিক্রুটমেন্ট প্রসেসে এই ধরণের পরীক্ষা নেওয়ার নিয়ম না থাকলেও তা নেওয়া হচ্ছে বলে জানা যায়৷