রোহিত, শিখরের দাপটে বে ওভালে ৩২৪ রান তুলল ভারত

ক্রিজে রয়েছেন রোহিত শর্মা ও শিখর ধওয়ন।

টস জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় একদিনের ম্যাচে বড় রান গড়ল ভারত। দুই ওপেনারের দাপটে তিনশোর ভিত গড়াই ছিল। একসময় অবশ্য সাড়ে তিনশো রান উঠবে বলেই আশায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু শেষ পনেরো ওভারে প্রত্যাশিত ঝড় ওঠেনি। তা সত্ত্বেও নির্ধারিত ৫০ ওভারে চার উইকেটে ৩২৪ রান তুলল ভারত। অর্থাৎ, সিরিজ ১-১ করার জন্য নিউজিল্যান্ডের দরকার ৩২৫ রান। মাঠ ছোট, স্কোয়ার বাউন্ডারি খুব কাছে বলেই অসম্ভব লক্ষ্য নয় একেবারেই।

দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধওয়ন ২৫.২ ওভারে ১৫৪ রান যোগ করেছিলেন। ধওয়ন ৬৭ বলে করলেন ৬৬। মারলেন নয়টি চার। ধওয়নের কিছুক্ষণ পরেই ফিরলেন রোহিত। তিনি ৯৬ বলে করলেন ৮৭। যাতে ছিল নয়টি চার ও তিনটি ছয়। বিরাট কোহালি (৫৯ বলে ৪৩), অম্বাতি রায়ডু (৪৯ বলে ৪৭) ক্রিজে জমে গিয়েও বড় রান পাননি। মহেন্দ্র সিংহ ধোনি (৩৩ বলে অপরাজিত ৪৮), কেদার যাদব (১০ বলে অপরাজিত ২২) শেষ পর্বে তোলেন ঝড়। ডেথ ওভারে শেষ সাত ওভারে ওঠে ৭০ রান।

ভারত এই ম্যাচে কোনও পরিবর্তন ঘটায়নি দলে। তবে এই ম্যাচে দু'টি পরিবর্তন করেছে নিউজিল্যান্ড। পেসার টিম সাউদির বদলে দলে এসেছেন অলরাউন্ডার কলিন ডে গ্রন্ডহোম। লোয়ার মিডল অর্ডারে ব্যাটিংয়ের জোর বাড়াতেই এই সিদ্ধান্ত। অন্য দিকে বাঁ-হাতি স্পিনার মিচেল স্যান্টনারের পরিবর্তে দলে এসেছেন লেগস্পিনার ইশ সোধি। 

আজ ভারতের প্রথম একাদশে রয়েছেন বিরাট কোহালি, রোহিত শর্মা, শিখর ধওয়ন, কেদার যাদব, অম্বাতি রায়ুডু, এমএস ধোনি, কুলদীপ যাদব, বিজয় শঙ্কর, যুজভেন্দ্র চহাল, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি। অন্য দিকে নিউজিল্যান্ডের প্রথম একাদশে রয়েছেন গাপ্টিল, মুনরো, উইলিয়ামসন, টেলর, ল্যাথাম, নিকোলস, গ্রন্ডহোম, ব্রেসওয়েল, সোধি, ফার্গুসন ও বোল্ট।

নেপিয়ারে গত ২৩ জানুয়ারি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটে জয় পেয়েছিল ভারত। পাঁচ ম্যাচের সিরিজের শেষ দুই ম্যাচে বিরাট কোহালিকে পাবে না টিম ইন্ডিয়া। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দিতে আসছেন অলরাউন্ডার হার্দিক পান্ড্য।