জ্যাভলিনে সোনা নীরজের, ফাইনালে সিন্ধু


পুরুষদের জ্যাভলিন থ্রোতে সোনা জিতলেন নীরজ চোপড়া। ভারতের ঝুলিতে এল অষ্টম সোনা। নীরজ দুটো ফাউল করেছেন। তৃতীয়বার ছুঁড়েছেন সর্বোচ্চ ৮৮.‌০৬ মিটার। প্রথমবার ছুঁড়েছিলেন ৮৩.‌৮৬ মিটার। চতুর্থ ও পঞ্চমবার নীরজ ছোঁড়েন ৮৩.‌২৫ ও ৮৬.‌৩৬ মিটার। কমনওয়েলথ গেমসে ৮৬.‌৪৭ মিটার ছুঁড়ে সোনা জিতেছিলেন নীরজ। এর আগে দোহায় ডায়মন্ড লিগে ৮৭.‌৪৩ মিটার ছুঁড়ে নতুন জাতীয় রেকর্ড করেছিলেন নীরজ। এদিন ৮৮.‌০৬ মিটার ছুঁড়ে নতুন জাতীয় রেকর্ডের পাশাপাশি সোনা জিতলেন নীরজ। এদিকে মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজে ভারতের সুধা সিং রুপো পেলেন। পুরুষদের ৪০০ মিটার হার্ডলসে রুপো পেলেন ভারতের ধারুণ আয়াস্বামী। মহিলাদের লংজাম্পে রুপো পেলেন ভারতের নীনা ভারাকিল।

ফাইনালে উঠে গেলেন পিভি সিন্ধু। তবে সেমিফাইনালে হেরে ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হল সাইনা নেহওয়ালকে। এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে তৃতীয় বাছাই সিন্ধু ২১–১৭, ১৫–২১, ২১–১০ পয়েন্টে হারালেন দ্বিতীয় বাছাই জাপানের আকানে ইয়ামাগুচিকে। খেলা চলল ৬৬ মিনিট। এশিয়ান গেমসে সিন্ধুই প্রথম ভারতীয়, যিনি ফাইনালে উঠলেন।

প্রথম গেমটা জোরদার লড়াইয়ের পর জিতে নিয়েছিলেন সিন্ধু। দ্বিতীয় গেমে দারুণভাবে ম্যাচে ফিরে আসেন ইয়ামাগুচি। কিন্তু তৃতীয় সেটে জাপানি তরুণীকে দাঁড়াতেই দেননি সিন্ধু। 
সাইনা নেহওয়াল কিন্তু সেমিফাইনালে দাঁড়াতেই পারেননি। বিশ্বের এক নম্বর তাই জু ইউং প্রথম গেমটা জিতে নেন মাত্র ১৯ মিনিটে। দ্বিতীয় গেম জিততে সময় নেন মাত্র ১৭ মিনিট। শেষপর্যন্ত সাইনা হারেন ১৭–২১, ১৪–২১ পয়েন্টে। ফাইনালে সিন্ধু খেলবেন তাই জু–র বিরুদ্ধে। 
চলতি বছরেই কমনওয়েলথ গেমসে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিলেন সাইনা। ফাইনালে হারিয়েছিলেন সিন্ধুকে।

হকিতে ভারতের মহিলারা পুল বি–র ম্যাচে ৫–০ ব্যবধানে উড়িয়ে দিয়েছেন থাইল্যান্ডকে। স্কোয়াশে ভারতের পুরুষ দল হারায় ইন্দোনেশিয়াকে। মহিলা দল হারিয়েছে ইরানকে। টেবিল টেনিসে দলগত বিভাগে ভারত গ্রুপ ডি–র ম্যাচে হারিয়েছে ম্যাকাওকে।