সিল্কের কাপড়ে ফুটে উঠল ভগবত গীতার শ্লোক


বুনন শিল্পকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন ডিব্রুগড়ের বাসিন্দা ৬২ বছরের হেমপ্রভা ছুটিয়া। 

ডিব্রুগড়ের মোরান-এ বাস হেমপ্রভার। দীর্ঘ ২০ মাসের কঠোর পরিশ্রম ও একাগ্রতা পেরিয়ে রবিবারই তিনি শেষ করেছেন তাঁর মাস্টারপিস। ২০১৬ সালের ৪ ডিসেম্বর হেমপ্রভা ১৫০ ফুট লম্বা মুগা সিল্কের কাপড়ের উপর বোনা শুরু করেছিলেন সংস্কৃত ভগবত গীতা। ৭০০ পংক্তির ভগবত গীতা মহাভারতের অংশ। শুধু সংস্কৃতই নয়, ইংরেজিতেও গীতার একটি অধ্যায় তিনি এই কাপড়ে বুনে ফেলেছেন।

 সোমবার একটি সাক্ষাত্‍কারে হেমপ্রভা জানিয়েছেন, 'আমার জীবনের সব চেয়ে বড় স্বপ্ন ছিল আমাদের সংস্কৃতি ও ধর্মের গুরুত্বপূর্ণ অংশ গীতার শ্লোক কাপড়ে বোনার। এর আগে শঙ্করদেবের গুণমালা এবং মাধবদেবের নাম ঘোষ আমি কাপড়ে বুনেছি। আমার এই কাজ যদি কোনও জাদুঘরে সংরক্ষিত হয় তাহলে খুবই খুশি হব।'

তাঁর কাজের স্বীকৃতি হিসেবে বহু পুরস্কার তুলে দেওয়া হয়েছে হেমপ্রভা ছুটিয়ার হাতে। সেই তালিকায় রয়েছে বকুল বন পুরস্কার, ঐ কনকলতা এবং রাজ্য সরকারের হ্যান্ডলুম ও টেক্সটাইল পুরস্কার।