₹৮০০ কোটির পথে ত্রাণ! কেরলকে বাঁচাচ্ছে দেশের আম-আদমিই


কেরল সরকার জানিয়েছে, দেশজুড়ে সাধারণ মানুষ এখনও পর্যন্ত ৭১৩.৯২ কোটি টাকা দিয়েছে৷ তাও মাত্র ১৪ দিনেই এই পরিমাণ টাকা উঠেছে৷ কেন্দ্র যে টাকা কেরলের জন্য বরাদ্দ করেছে, তার চেয়ে ২০ শতাংশ বেশি৷


তিরুঅনন্তপুরম: কেন্দ্র দিয়েছে ৬০০ কোটি টাকা৷ রাজ্য সরকারের ত্রাণ ৭০০ কোটি৷ সাধারণ মানুষ কেরলকে যা দিলেন, তা ছাপিয়ে গেল কেন্দ্রের অনুদানকে৷ কেরলের বন্যা ত্রাণ তহবিলে গোটা দেশ থেকে সব মিলিয়ে ৭১৩.৯২ কোটি টাকা উঠল৷ ৪৩ কোটি টাকা উঠেছে স্রেফ Paytm-এর মাধ্যমেই৷

কেরল সরকার জানিয়েছে, দেশজুড়ে সাধারণ মানুষ এখনও পর্যন্ত ৭১৩.৯২ কোটি টাকা দিয়েছে৷ তাও মাত্র ১৪ দিনেই এই পরিমাণ টাকা উঠেছে৷ কেন্দ্র যে টাকা কেরলের জন্য বরাদ্দ করেছে, তার চেয়ে ২০ শতাংশ বেশি৷

এর পাশাপাশি বিশ্ব ব্যাঙ্কের কাছেও আর্থিক সাহায্য চাওয়ার পরিকল্পনা করছে কেরল সরকার৷ মঙ্গলবার কেরলের অর্থ দফতর জানিয়েছে, কেরলের পুনর্গঠনের জন্য বিশ্বব্যাঙ্কের কাছে আর্থিক সাহায্য চাইবে রাজ্য সরকার৷ তবে বিশ্ব ব্যাঙ্কের কাছে ঠিক কত টাকা চাইবে কেরল, তা এখনও ঠিক করা হয়নি৷

কেরলে ত্রাণে ওঠা ৭১৩.৯২ কোটি টাকার মধ্যে ১৩২.৬২ কোটি টাকাই এসেছে ব্যাঙ্ক ও UPI-এর মাধ্যমে৷ ২০ কোটি টাকা মুখ্যমন্ত্রীর অফিসে সরাসরি এসেছে নগদ ও ডিমান্ড ড্রাফ্টে৷