ফাইনালে হার, কিন্তু রুপো জিতেও ইতিহাস গড়লেন সিন্ধু


স্বপ্নপূরণ নয়। স্বপ্নভঙ্গের কাহিনিই দেখা গেল ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে। ভারতের পিভি সিন্ধু রুপো জিতেও অবশ্য ইতিহাস গড়লেন। এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে কোনও ভারতীয়ের এটাই সেরা পারফরম্যান্স। 
১৬ মিনিটের মধ্যে প্রথম গেম ২১-১৬ জিতছিলেন তাইওয়ানের তাই জু ইং। দ্বিতীয় গেমেও ২১-১৬ জিতলেন তিনি। শুরু থেকেই এগিয়ে গিয়েছিলেন তাই জু ইং। সিন্ধু চেষ্টা করছিলেন ব্যবধান কমানোর। কিন্তু ক্রমশ ম্যাচ থেকে হারিয়ে গেলেন তিনি।

সাইনা নেহওয়ালের মতো সিন্ধুর রেকর্ডও তেমন ভাল ছিল না তাই জু ইয়ংয়ের বিরুদ্ধে। মুখোমুখি লড়াইয়ে সিন্ধু পিছিয়ে ছিলেন ৩-৯ ফলে। পরাজয় শেষ পাঁচ ম্যাচেই। দুই বছর আগে রিও অলিম্পিকে শেষবার তাই জু ইয়ংকে হারিয়েছিলেন তিনি। এশিয়ান গেমসের শেষ দুই ম্যাচে সিন্ধুকে তেমন দাপুটে মেজাজে দেখা যায়ওনি। এই দুই ম্যাচই গড়িয়েছিল তিন গেমে। ফলে, সিন্ধু কিছুটা ক্লান্তও ছিলেন।