'CPM-এর হার্মাদরাই হয়েছে BJP-র জল্লাদ'


TMCP-র প্রতিষ্ঠা দিবসে BJP ও CPM-কে তুলোধোনা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কুত্‍‌সা ও অপপ্রচার রুখতে ছাত্রছাত্রীদের সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদী হয়ে ওঠার বার্তা দেন তিনি। 

ধর্মতলার সভায় মমতা ছাত্র-যুবদের উদ্দেশে কী বার্তা দেন, সেই দিকেই তাকিয়ে ছিল রাজনৈতিক মহল। প্রত্যাশিতভাবেই তাঁর বক্তব্যের মূল লক্ষ্য ছিল ২০১৯ লোকসভা নির্বাচন। বিজেপিশাসিত কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়ে মমতা বলেন, 'বিজেপি জমানায় সবথেকে বড় ব্যাঙ্ক দুর্নীতি হয়েছে। ১৪.৭ কোটি টাকার ব্যাঙ্ক কেলেঙ্কারি হয়েছে। টাকার দাম হয়েছে সর্বনিম্ন, পেট্রোপণ্য অগ্নিমূল্য। সারা দেশে অঘোষিত জরুরি অবস্থা চলছে। বাজপেয়ীকে নিয়ে যা চলছে তাও অত্যন্ত অসম্মানজনক।'

দেশ ভাঙার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করে মমতা বলেন, 'খুনোখুনির রাজনীতি বরদাস্ত করা হবে না। জঙ্গলমহলে সামান্য কিছু আসন পেয়ে খুনোখুনি শুরু করেছে।' এদিন জামবনিতে তৃণমূল নেতা খুনের প্রসঙ্গও টেনে আনেন নেত্রী। সিপিএম ও বিজেপি একজোট হয়ে চক্রান্ত করছে বলে অভিযোগ তাঁর। মমতার কটাক্ষ, 'সিপিএম-এর হার্মাদ, হয়েছে বিজেপির জল্লাদ। ২০১৯, বিজেপি ফিনিশ।'

অসমের নাগরিক পঞ্জীর বিষয়েও এদিন জোরালো সওয়াল করেন মমতা। বলেন, 'সবার জন্মের সার্টিফিকেট চাইছেন। আগে নিজেদেরটা দেখান। বাংলায় পারলে এনআরসি করে দেখান।' 

রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসুচির কথা তুলে ধরে এদিন ছাত্রছাত্রীদের লড়াই করার বার্তা দেন নেত্রী। বলেন, 'লড়াই-ই জীবন, লড়াই-ই ভবিষ্যত্‍। যাঁরা সংগ্রাম করে বড় হয়, তাঁরা কখনও কোথাও ধাক্কা খায় না। ভালো কাজ করলে সবাই চিনবে।' রাজ্যে পুলিশ যে কমিউনিটি ডেভলপমেন্ট প্রোগ্রাম করছে, কলেজ ইউনিটকেও এ বার সেই প্রোগ্রামে সামিল হওয়ার ডাক দেন তৃণমূল নেত্রী।