আইইডি বিস্ফোরণ! কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় মৃত্যু সেনাবাহিনীর মেজর, জওয়ানের


জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে আইইডি বিস্ফোরণে মৃত্যু হল সেনাবাহিনীর এক মেজর এবং জওয়ানের। সংবাদ সংস্থা পিটিআই এমনটাই  জানিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, নিয়ন্ত্রণ রেখায় পায়ে হাঁটা রাস্তায় এই বিস্ফোরক রাখা ছিল। নৌসেরার লাম বেল্ট সীমান্তে টহল দেওয়ার সময় বিস্ফোরণে এক মেজর এবং এক জওয়ান আহত হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁদের মৃত্যু হয়।


আইইডি বিস্ফোরণে মৃত্যু
সীমান্তে আইইডি বিস্ফোরণে মৃত্যু হল সেনাবাহিনীর এক মেজর এবং জওয়ানের। ঘটনাটি জম্মু ও কাশ্মীরের নৌসেরা সেক্টরের। বিস্ফোরণে গুরুতর আহত হওয়ার পর দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁদের মৃত্যু হয়।
   

শ্রীনগরে সিআরপিএফ-এর ওপর হামলা
শ্রীনগরের লালচক এলাকায় সিআরপিএফ-এর ওপর জঙ্গিরা গ্রেনেড ছোড়ে। তবে সেখানে হতাহতের কোনও খবর নেই।



রাজৌরিতে আইইডি বিস্ফোরণ
এদিন সকালের দিকে নিয়ন্ত্রণ রেখায় টহল দেওয়ার সময় আইইডি বিস্ফোরণে আহত হন এক জুনিয়র কমিশনড অফিসার এবং এক সেনা জওয়ান। সীমান্তে টহলদারি দলকে লক্ষ্য করেই সেই আইইডি রাখা হয়েছিল। সীমান্তে টহলদারিতে থাকা সেনাবাহিনীকে আইইডি সম্পর্কে সতর্ক করে দেওয়া হয়েছে।
   

যুদ্ধবিরতি লঙ্ঘন
সীমান্তে পাকিস্তানি বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করায় সেনাবাহিনীর এক পোর্টার আহত হন। পরপর চারদিন রাজৌরি এবং পুঞ্চের সীমান্তে পাকিস্তানের বাহিনী যুদ্ধ বিরতি লঙ্ঘন করে বলে অভিযোগ।