নিয়ন্ত্রণরেখায় ‌আইইডি বিস্ফোরণ, সংঘর্ষ, শহিদ মেজর সহ তিন


পাক সেনার হামলায় শহিদ হলেন সেনাবাহিনীর এক মেজর সহ তিনজন। শুক্রবার সন্ধ্যায় জম্মু–কাশ্মীরের নৌশেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর টহলদারি চালানো সেনা দলকে লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটালে জখম হন এক মেজর এবং এক জওয়ান। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করলে সেখানেই তাঁদের মৃত্যু হয়। একথা জানিয়েছে সেনাবাহিনীর জনসংযোগ আধিকারিক।

এদিন সন্ধ্যাতেই সুন্দরবেনী সেক্টরে বিনা প্ররোচনায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গোলাগুলি ছোড়ে পাক সেনা। পাক গুলিতে গুরুতর জখম হন হেমরাজ নামে সেনাবাহিনীর এক কুলি। আশঙ্কাজনক অবস্থায় তাংকে হাসপাতালে ভর্তি করা হলে পরে সেখানে মারা যান হেমরাজ। সেনার তরফে হেমরাজের পরিবারকে যাবতীয় সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এদিনই শ্রীনগরের লাল চওক এলাকায় সিআরপিএফ–এর প্ল্যাটুন লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে সন্ত্রাসবাদীরা। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি। সেনা সূত্রে খবর, পাক সেনার ব্যাট নিয়ন্ত্রণরেখায় আইইডি বিস্ফোরণের ছক কষছিল বলে আগেই সতর্কতবার্তা দিয়েছিল গোয়েন্দা বিভাগ।