লোকসভা ভোটের আগে সুখবর! রাজ্যের শিল্পক্ষেত্রে ২১ হাজার কোটি টাকা বিনিয়োগ


আগামী লোকসভা ভোটের আগেই রাজ্যে শিল্পক্ষেত্রে বড় বিনিয়োগ হতে চলেছে। রানিগঞ্জে শেল গ্যাস উৎপাদনের লক্ষ্যে সবমিলিয়ে মোট ২১ হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। আনুমানিক ১৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে গ্রেট ইস্টার্ন এনার্জি কর্পোরেশন লিমিটেড (জিইইসিএল)। এছাড়া ৭ হাজার কোটি টাকা লগ্নির কথা ঘোষণা করেছে এসার অয়েস অ্যান্ড গ্যাস সংস্থা।

অনুমান করা হচ্ছে, রানিগঞ্জ ব্লকে ৬.৬৩ লক্ষ কোটি কিউবিক ফুট গ্যাস জমে রয়েছে। যার মধ্যে ১.৭ লক্ষ কিউবিক ফুট প্রাথমিকভাবে তোলা যাবে বলে জানিয়েছে জিইইসিএল। আগামী বছরের শুরু থেকেই এই কাজ শুরু হযে যাবে।

এর ফলে রাজ্যে অনেক কর্মসংস্থান তৈরি হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এসারের তরফেও জানানো হয়েছে, পাইলট প্রকল্প হিসাবে কাজ শুরু হবে। তারপর উৎপাদন শুরু হলে তেড়েফুড়ে কাজ করবে সংস্থা।

শেল গ্যাসের পাশাপাশি রানিগঞ্জ ব্লকে ২.৬৩ লক্ষ কিউবিক ফুট কোল বেড মিথেন (সিবিএম) রয়েছে। যার মূল্য আনুমানিক ১ লক্ষ কোটি টাকার বেশি। ফলে এই বিপুল পরিমাণ সম্পদ উৎপাদনে এবার হাত পড়তে চলেছে। ধীরে ধীরে উৎপাদন বাড়বে, ফলে কর্মসংস্থানও বাড়বে।