“তেলের ট্যাক্স থেকে ১১ ট্রিলিয়ন আয় করেছে মোদী সরকার”


নয়াদিল্লি: তেলের ট্যাক্স থেকে ১১ ট্রিলিয়ন আয় হয়েছে মোদী সরকারের। এমনটাই দাবি কংগ্রেসের। কিন্তু সেই টাকা কোনও উন্নয়নের কাজে লাগানো হয়নি বলে অভিযোগ জানিয়েছেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। সেই টাকা কোথায় গেল, সেই প্রশ্ন তুলেছেন খাড়গে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "ওরা ভোজ্য তেল, ডিজেল, পেট্রল থেকে টাকা পাচ্ছে। গত সাড়ে চার বছরে ১১ ট্রিলিয়ন টাকা পেয়েছে ওরা। প্রচুর টাকা এসেছে সরকারের হাতে। কোথায় গেল সেসব টাকা?"

তাঁর দাবি এই টাকা সরকার না দিয়েছে কৃষকদের না দিয়েছে সেচের কাজের জন্য। কোনও উন্নয়নমূলক কাজেই সেই টাকা লাগানো হয়নি বলে অভিযোগ। কংগ্রেসের এই বর্ষীয়ান নেতার মতে, এই টাকা শুধুই সংগ্রহ করেছে এনডিএ। সেসব টাকা দেওয়া হয়েছে বড় বড় কর্পোরেট সংস্থার হাতে।

রিজার্ভ ব্যাংক থেকে টাকা নিয়েও কর্পোরেট সংস্থাগুলিকে দেওয়া হয়েছে বলে অভিযোগ। পেট্রোলে লিটার প্রতি ১৯টাকা ৪৮ পয়সা ও ডিজেলে লিটার প্রতি ১৫টাকা ৩৩ পয়সা শুল্ক নেয় কেন্দ্রীয় সরকার।