বাবা-মায়ের আবেদন, সন্ত্রাসের পথ ছেড়ে মূলস্রোতে ফিরল জঙ্গি


শ্রীনগর: ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে হঠাৎ সন্ত্রাসের পথে চলে যায় এক কাশ্মীরি যুবক৷ খবর পেয়ে মাথায় আকাশ ভেঙে পড়ে পরিবারের৷ একমাত্র ছেলেকে সমাজের মূলস্রোতে ফিরিয়ে দিতে জঙ্গি সংগঠনের কাছে কাতর আর্জি জানায় পরিবার৷ তাতে কাজও হয়৷ রবিবার বিকালে ঘরের ছেলে ফিরে আসে ঘরে৷

জম্মু কাশ্মীরের পুলিশ ট্যুইট করে এই খবর জানায়৷ লেখে, পরিবারের সাহায্যে জঙ্গি সংগঠনে নাম লেখানো এক যুবককে সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে পেরেছে পুলিশ৷ নিরাপত্তার খাতিরে ট্যুইটে কারোর নাম করেনি কাশ্মীর পুলিশ৷

গত অক্টোবর মাসে নয়ডা থেকে হঠাৎ গায়েব হয়ে যায় ২০ বছরের এক যুবক৷ তার দিন কয়েক বাদে শ্রীনগরের বাসিন্দা ওই ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷ ছবিটি সামনে আসার পরই পরিস্কার হয় নিষিদ্ধ জম্মু কাশ্মীর ইসলামিক স্টেট সংগঠনে নাম লিখিয়েছে সে৷ খবর পাওয়ার পরই ছেলেটির পরিবার হতবাক হয়ে যায়৷

ছেলেকে ফিরে পেতে এদিক ওদিক সম্ভাব্য সব জায়গায় ছোটাছুটি করে তারা৷ এই পরিস্থিতিতে কাশ্মীর পুলিশ তাদের পাশে এসে দাঁড়ায়৷ আশ্বস্ত করে জানায়, ছেলেকেটি ফিরিয়ে আনতে সবরকমের সাহায্যে প্রস্তুত তারা৷

ওদিকে পরিবারের তরফে জঙ্গি সংগঠনের কাছে ছেলেকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করা হয়৷ ছেলের প্রতি তাদের বার্তা, ''তুমিই বলতে বাবা-মায়ের চরণেই স্বর্গ৷ পরিবারে ফিরে এসো৷'' পরিবারের এই আবেদন ফেলতে পারেনি সে৷ অন্যদিকে জঙ্গিদের সঙ্গে ব্যাক চ্যানেল আলোচনা চালানোর পর শেষ পর্যন্ত তাকে ফিরিয়ে দিতে রাজি হয়৷ রবিবার বিকালে তাকে বাড়িতে নিয়ে যায় পুলিশ৷ পরে ছেলেটিকে মেডিক্যাল চেক আপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ পুলিশ জানিয়েছে, ওই ছেলেটির বিরুদ্ধে কোনও মামলা দায়ের করা হয়নি৷