ওপেক থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল কাতার


‌আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বেশি তরল প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে থাকে কাতার। সেই দেশ ২০১৯ সালে ১ জানুয়ারিতে তেল রপ্তানিকারী দেশগুলির জোট, অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ অর্থাৎ ওপেক থেকে বেরিয়ে যাচ্ছে। সোমবার সেদেশের শক্তি সরবরাহমন্ত্রী সাদ অল কাবি একথা ঘোষণা করেছেন। তিনি বলেন, '‌আমাদের দেশ আন্তর্জাতিক বাজারে প্রভাব বাড়াতে চায়। দীর্ঘস্থায়ী পরিকল্পনার অঙ্গ হিসাবে আমরা ওপেক থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'‌

অন্যদিকে ৬ ডিসেম্বর বৈঠকে বসছে ওপেক। ওপেক গোষ্ঠীভুক্ত দেশ না হয়েও সম্ভবত তাতে থাকবে রাশিয়া। বৈঠকে সম্ভবত তেলের উৎপাদন কমিয়ে ফেলার সিদ্ধান্ত হবে। তেলের উৎপাদন বৃদ্ধি পাওয়ার জন্য গত অক্টোবর মাস থেকে দাম কমাতে হয়েছে আগের থেকে প্রায় এক তৃতীয়াংশ। ওপেকের বৈঠকে সম্ভবত দৈনিক ১০ থেকে ১৪ লক্ষ ব্যারেল তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত হবে বলে মনে করা হচ্ছে।