আইএসসি পরীক্ষার আগেই শুরু হবে আইসিএসই


আইএসসি এবং আইসিএসই পরীক্ষার নিঘর্ণ্ট প্রকাশিত করল সিআইএসসিই কাউন্সিলর। তাদের ওয়েবসাইটে পরীক্ষার তারিখ–সময় দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে আইসিএসই দশম শ্রেণীর পরীক্ষার আগেই শুরু হবে আইএসসি দ্বাদশ শ্রেণীর পরীক্ষা।

সিআইএসসিই কাউন্সিলরের পক্ষ থেকে জানা গিয়েছে, আগামী বছরের ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইএসসি দ্বাদশ শ্রেণীর পরীক্ষা এবং ২২ ফেব্রুয়ারি থেকে আইসিএসই দশম শ্রেণীর পরীক্ষা শুরু হবে, যা শেষ হবে ২৫ মার্চ। দেওয়া হল দশম শ্রেণীর পরীক্ষার তারিখ।

আইসিএসই ২০১৯
২২ ফেব্রুয়ারি‌–ইংলিশ ভাষা–ইংলিশ পেপার ১
২৩ ফেব্রুয়ারি‌–আর্ট পেপার (‌স্টিল লাইফ)‌
২৫ ফেব্রুয়ারি‌–ইংলিশ সাহিত্য–ইংলিশ পেপার ২
২৬ ফেব্রুয়ারি–হিন্দি
২৭ ফেব্রুয়ারি–ইভিএস (‌গ্রুপ ২ ঐচ্ছিক)‌
১ মার্চ–ইতিহাস–পেপার ১
২ মার্চ–আর্ট পেপার ২ 
৫ মার্চ–পদার্থবিদ্যা–বিজ্ঞান পেপার ১
৮ মার্চ–গণিত
৯ মার্চ–আর্ট পেপার ৩
১১ মার্চ–ভূগোল–পেপার ২
১৩ মার্চ–দ্বিতীয় ভাষার পরীক্ষা
১৪ মার্চ–ফরাসী/‌সংস্কৃত (‌গ্রুপ ২ ঐচ্ছিক)‌
১৫ মার্চ–অর্থনীতি (‌গ্রুপ ১ ঐচ্ছিক)‌
১৬ মার্চ–আর্ট পেপার ৪
১৮ মার্চ–গ্রুপ ৩–এর ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা
১৯ মার্চ–কমার্সিয়াল স্টাডিজ (‌গ্রুপ ২ ঐচ্ছিক)‌
২২ মার্চ–রসায়ন–বিজ্ঞান পেপার ২
২৫ মার্চ–জীববিদ্যা–বিজ্ঞান পেপার ৩