এবার কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় তৈরি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার


কন্যাশ্রী প্রকল্পের ব্যাপক সাফল্য সারা রাজ্য তথা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। রাষ্ট্রপুঞ্জ থেকে সম্মাননাও পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই সাফল্যকে পাথেয় করেই সরকার এগোতে চাইছে। শুধুমাত্র মহিলাদের জন্য একটি বিশ্ববিদ্যালয় খুলতে চলেছে নদিয়ায়। তার নাম হতে চলেছে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়।

রাজ্য শিক্ষা দফতর সূত্রে খবর, এই নিয়ে রাজ্যের মহিলাদের জন্য দ্বিতীয় বিশ্ববিদ্যালয় খুলতে চলেছে। শুধুমাত্র মেয়েরাই এখানে শিক্ষার পাঠ নিতে পারবে। এর আগে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে মহিলাদের জন্য প্রথম বিশ্ববিদ্যালয় তৈরি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল সরকারের আমলে গড়ে ওঠা ডায়মন্ড হারবার বিশ্ববিদ্যালয় শুধু রাজ্যের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় নয় পূর্ব ভারতে মহিলাদের জন্য তৈরি প্রথম বিশ্ববিদ্যালয়। এবার সেই সাফল্যকে হাতিয়ার করেই কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় তৈরি হতে চলেছে নদিয়ায়।