১ কোটিরও বেশি কেসের জরিমানার নিষ্পত্তি করল কলকাতা পুলিশ


কলকাতা : বকেয়া ট্রাফিক ফাইন আদায়ে নতুন স্কিম এনেছিল কলকাতা পুলিশ৷ নয়া স্কিম অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া জরিমানার টাকা মেটালে ৬৫ ও ৫০ শতাংশ ছাড়ের সুযোগ দিয়েছিল কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ৷ পুলিশ কমিশনার রাজীব কুমার সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করেছিলেন৷

কলকাতা পুলিশের এই স্কিমে অভাবনীয় ভাবে সাড়া দিয়েছিল কলকাতাবাসী৷ তবে প্রথম দফায় বাজি মাত করল কলকাতা পুলিশ৷ প্রথম ধাপেই এক কোটিরও বেশি কেস নিষ্পত্তি করল তারা৷ এই সফলতা পেয়ে যথেষ্ট খুশির হাওয়া লালবাজারে৷ শুধু তাই নয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবর জানিয়েছে কলকাতা পুলিশ৷ তাদের একটি অফিসিয়াল পেজে পরের ধাপের কথা জানিয়ে এক কোটি কেস নিষ্পত্তির কথাও উল্লেখ করেন তারা৷ সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিনন্দন জানিয়েছে কলকাতা পুলিশের এই সাফল্যের জন্য৷

এই স্কিমে এক সপ্তাহের মধ্যেই কলকাতা ট্রাফিক পুলিশের ছাড়ে অভাবনীয় সাড়া পেয়েছিল৷ লালবাজার সুত্রে খবর এক সপ্তাহের মধ্যে পাঁচ লক্ষেরও বেশী কেসের ফাইন আদায় করা সম্ভব হয়েছে এই পদ্ধতির মাধ্যমে৷ এর মধ্যে থেকে একাধিক কেসের ফাইন দীর্ঘদিন ধরে বাকি ছিল বলে জানা যাচ্ছিল৷ কলকাতা পুলিশের এক কর্তা জানান,"আমরা নিজেরাও ভাবতে পারিনি এই হারে মানুষ এই স্কীমে সাড়া দেবেন৷ এই পদ্ধতির মাধ্যমে উভয় পক্ষেরই লাভ হচ্ছে৷ অনেক পুরোন কেসের বাকি ফাইন পাওয়া যাচ্ছে৷"

পরে সোশ্যাল মিডিয়ায় ফের কলকাতা পুলিশ জানায় তারা নতুন বা পুরোন গাড়ির বকেয়া জরিমানার নিষ্পত্তি করবে৷এই সুযোগ কেবলমাত্র ১৫ই নভেম্বর ২০১৮ পর্যন্ত জরিমানা হওয়া গাড়ির জন্যই প্রযোজ্য৷ তবে এবার শহরবাসী ৫০ শতাংশ ছাড়ের সুবিধে পাবেন৷ এই ছাড় মিলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত৷ শহরে কলকাতা পুলিশের ২৫টি ট্রাফিক গার্ডেই এই ব্যবস্থা করা হয়েছে৷ গার্ডগুলিতেও প্রতিদিন অসংখ্য মানুষ ছাড় পেয়ে ফাইন জমা করছে৷ অনলাইনেও মানুষ ফাইন জমা দিতে পারবেন৷ কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে সাধারন মানুষ এই সেটেলমেন্ট স্কীমের আওতায় টাকা জমা দিতে পারবেন৷

১ ডিসেম্বর থেকে দুই দফায় চালু হয় এই স্কিম৷ প্রথম ৪৫ দিনের মধ্যে যারা বকেয়া ফাইন মিটিয়েছেন তাদের ৬৫ শতাংশ ছাড় মিলেছে৷ অর্থাৎ ১০০ টাকা ফাইন বাকি থাকলে দিতে হয়েছে কেবল ৩৫ টাকা৷ এই ছাড় মিলেছে পরের বছর ১৪ জানুয়ারি পর্যন্ত৷ এর মধ্যে কোনও কারণে যারা জরিমানার টাকা জমা দিতে পারেননি সেই গাড়ির মালিকদের আরও একটা সুযোগ দিয়েছে কলকাতা পুলিশ৷ কিন্তু এক্ষেত্রে ছাড়ের পরিমাণ সামান্য কমিয়ে আনা হয়েছে৷ দ্বিতীয় দফায় গাড়ির মালিকরা ফাইন জমা দেওয়ার ক্ষেত্রে ৫০ শতাংশ ছাড় পাচ্ছেন৷ এই ছাড় মিলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত৷ এবার দেখার প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপে কেমন সাড়া পায় কলকাতা পুলিশ৷