JNU ছাত্রনেতা উমর খালিদকে লক্ষ্য করে গুলি


দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা উমর খালিদকে লক্ষ্য করে দুলি ছুড়ে পালাল এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতি। অল্পের জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বাঁচলেন তিনি। সংসদ ভবনের সামনে কনস্টিটিউশন ক্লাবে একটি অনুষ্ঠানো যোগ দিতে যাচ্ছিলেন তিনি। 

 পুলিশ জানিয়েছে, সোমবার দিল্লির রফি মার্গে কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়ার সামনে দাঁড়িয়ে ছিলেন উমর খালিদ। সে সময় হেলমেট পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ক্লাবের সামনে এসে বাইক দাঁড় করায়। কোমর থেকে পিস্তল বার করে গুলি ছুড়েই ফের বাইকে চেপে পালিয়ে যায় সে। অল্পের জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। ঘটনায় কেউ হতাহত হননি। 

খালিদ বলেন, 'দেশজুড়ে একটা ভয়ের আবহ চলছে। যাঁরাই সরকারের বিরুদ্ধে কথা বলছেন তাঁদেরই ভয় দেখানো হচ্ছে।' ক্লাবে 'খওফ সে আজাদি' শীর্ষক একটি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন উমর। সেখানেই বক্তব্য রাখতে যাচ্ছিলেন। ক্লাবের পাশে একটি চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন তিনি। সে সময় ওই বাইক আরোহী এসে গুলি চালায়।