প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায় (১৯২৯-২০১৮)

দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়। 


প্রয়াত লোকসভার প্রাক্তন স্পিকার তথা সিপিএমের প্রাক্তন সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায়। তাঁর বয়স হয়েছিল ৮৯। সোমবার সকাল সওয়া ৮টায় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন সোমনাথবাবু। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। হাসপাতাল সূত্রে খবর, শ্বাসকষ্টজনিত সমস্যা ছাড়াও কিডনি কাজ করা বন্ধ হয়ে গিয়েছিল। ডায়ালিসিস চলাকালীনই হৃদ্‌রোগেও আক্রান্ত হন তিনি। এর পর থেকেই তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক হতে থাকে। বসাতে হয় পেসমেকার।

রবিবার তাঁকে ভেন্টিলেশনে পর্যবেক্ষণে রাখা হয়। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন সোমনাথবাবু। তাঁর ফুসফুসে সংক্রমণ হয়েছিল। এর আগেও দীর্ঘ দিন বার্ধক্যজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ছিলেন। ১ অগস্ট তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছিলেন।

কিডনির সমস্যায় গত বৃহস্পতিবার ফের তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। সোমবার অর্থাৎ আজ তাঁর ডায়ালিসিস হওয়ার কথা ছিল। এ দিন সকালেই তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। হাসপাতাল সূত্রে খবর, এ দিন সকাল সওয়া ৮টা নাগাদ তিনি মারা যান।
 
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন।

পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন।
অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও 'খবর' পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।)