কলকাতায় উদ্ধার ৬৬ লাখ টাকার সোনার বিস্কুট


উদ্ধার হওয়া সোনা

কলকাতা : কলকাতা জোড়াবাগান থেকে চালানো হতো স্মাগলিং চক্র। মূলত সোনার কারবার। খবর ছিল কাস্টমসের কাছে। গতরাতে মহর্ষি দেবেন্দ্রনাথ রোডে হানা দিয়ে কাস্টমস বমাল গ্রেপ্তার করল দুজনকে। ধৃতদের নাম তুষার কদম ও সঞ্জয় চৌহান। আজ তাদের আদালতে তোলা হবে।

দুবাই থেকে আনা হত সোনা। স্মাগলিং চলত মূলত আকাশপথে। কিন্তু কলকাতা বিমানবন্দর সহ দেশের অন্য বিমানবন্দরে ধরপাকড় শুরু হওয়ার পর পাচারের পথ বদলায় তুষার কদম, সঞ্জয় চৌহানরা। বাংলাদেশের অসুরক্ষিত সীমানা দিয়ে এদেশে সোনার বিস্কুট ঢোকাতে শুরু করে। দুবাইয়ে কম দামের সোনা কিনে গয়না হিসেবে এদেশে বিক্রি করত সঞ্জয়রা। সোর্স মারফত এমন তথ্য পায় কাস্টমস। তারপরই হানা দেওয়া হয় তুষার সঞ্জয়দের ডেরায়। পাওয়া যায় ১৯টি সোনার বিস্কুট। যার ওজন ২ কেজি ৮৫ গ্রাম। বাজারমূল্য প্রায় ৬৬ লাখ টাকা।

তুষার, সঞ্জয়দের জেরা করে এই চক্রে আরও কেউ জড়িত আছে কি না তার খোঁজ নিচ্ছে কাস্টমস। কাস্টমসের এক তদন্তকারী বলেন, "আমরা এই ধরনের বেশ কয়েকটি চক্রের খোঁজ পেয়েছি। মনে হচ্ছে, এই চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত। আশা করছি পুরো চক্রের খোঁজ পাব।"