শিলিগুড়ির ফুলবাড়ি থেকে উদ্ধার ১০ কেজি চোরাই সোনা, গ্রেপ্তার ২ পাচারকারী


শিলিগুড়ি: ভুটান থেকে সোনা পাচারের ছক বানচাল৷ শিলিগুড়ির ফুলবাড়ি থেকে ১০ কেজি সোনা উদ্ধার করলেন রাজস্ব দপ্তরের গোয়েন্দারা৷ গ্রেপ্তার ২ পাচারকারী৷ ধৃতদের একজনের বাড়িতে দিল্লিতে৷ অপরজন বিহারের বাসিন্দা৷ তদন্তকারীদের দাবি, ভুটান থেকে জয়গাঁও সীমান্ত পেরিয়ে সোনা আনা হয়েছিল শিলিগুড়িতে৷ বিহারের পাচারের পরিকল্পনা ছিল৷ উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা৷

একদিকে নেপাল ও ভূটান সীমান্ত৷ অন্যদিকে বাংলাদেশ৷ আবার সহজেই পৌঁছে যাওয়া যায় উত্ত-পূর্ব ভারতেও৷ ভৌগালিক অবস্থানের কারণে শিলিগুড়িকে করিডোর হিসেবে ব্যবহার করে পাচারকারী৷ সড়কপথ, রেলপথ, এমনকী, আকাশপথেও পাচার হয়ে যায় সোনা৷ রাজস্ব দপ্তরের গোয়েন্দারা জানিয়েছেন, ভূটান সড়কপথে চোরাই সোনা আনা হচ্ছিল শিলিগুড়িতে৷ গোপনসূত্রে খবর পেয়ে ফুলবাড়ি বাইপাসে গাড়িটি আটক করা হয়৷ সিটের নিচে বিশেষ চেম্বারে রাখা ছিল ১০টি সোনার বাট৷ একে একটির ওজন ১ কেজি৷ ঘটনায় সৌরভ জৈন ও দিলীপ চৌরাসিয়া নামে দু'জনকে গ্রেপ্তার করেছেন রাজস্ব দপ্তরের গোয়েন্দারা৷ একজন দিল্লির বাসিন্দা৷ আর একজনের বাড়ি বিহারে৷ গোয়েন্দাদের দাবি, ভুটান থেকে চোরাপথে ওই ১০ কেজি সোনা বিহারে পাচারের চেষ্টা করা হচ্ছিল৷

শিলিগুড়ি থেকে সোনা উদ্ধারের ঘটনা অবশ্য এই প্রথম নয়৷ এর আগে একাধিকবার সোনা উদ্ধার করেছেন রাজস্ব দপ্তরের গোয়েন্দারা৷ গ্রেপ্তার করা হয়েছে পাচারকারীদেরও৷ গত ১৮ জুন শিলিগুড়িতে ৩২ কেজি সোনা উদ্ধার করেছিলেন রাজস্ব দপ্তরের গোয়েন্দারা৷ চলতি আর্থিক বছরে এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে ১৫২ কেজি সোনা৷ যার বাজার মূল্য ৫০ কোটি টাকা৷ রাজস্ব বিভাগের গোয়েন্দাদের দাবি, বাংলাদেশ, মায়ানমার, ভূটান, এমনকী চিন থেকে সোনা পাচার চেষ্টা করা হয়েছিল৷