জগন্নাথ মন্দিরে অহিন্দুদের প্রবেশের বিরোধিতায় শঙ্করাচার্য


ভুবনেশ্বর: সুপ্রিম কোর্ট শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষকে সব ধর্মের মানুষের প্রবেশাধিকারের বিষয়টি ভেবে দেখতে বললেও, এই প্রস্তাবের বিরোধিতা করলেন গোবর্ধন পীঠের শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী ও পুরীর রাজা দিব্যসিংহ দেব। বিশ্বহিন্দু পরিষদও এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে রিভিউ পিটিশন দাখিল করার কথা জানিয়েছে।

পুরীর মন্দিরে হিন্দু ছাড়া অন্য কোনও ধর্মের মানুষকে প্রবেশ করতে দেওয়া হয় না। এই রীতি বদল করার প্রস্তাবে আপত্তি জানিয়ে শঙ্করাচার্য এক বিবৃতিতে জানিয়েছেন, 'সনাতন ধর্মের প্রাচীন প্রথা ভঙ্গ করে শ্রী জগন্নাথ মন্দিরে সবার প্রবেশের প্রস্তাব আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।'

এ বিষয়ে পুরীর রাজা বলেছেন, 'প্রতি বছর রথযাত্রার সময় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি মন্দিরের বাইরে নিয়ে যাওয়া হয়। সেই সময় সব ধর্মের মানুষই দেবতার আশীর্বাদ পান। স্নান উৎসবের সময়ও লক্ষ লক্ষ মানুষ জগন্নাথের দর্শন পান। সুপ্রিম কোর্টের প্রস্তাব অন্তর্বর্তী রায়ের মতো। রথযাত্রার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্দির কর্তৃপক্ষ। সনাতন ধর্ম ও শ্রী জগন্নাথ মন্দিরের বিষয়ে গোবর্ধন পীঠের শঙ্করাচার্যর সিদ্ধান্তই চূড়ান্ত। আদালতও সেটা মেনে নেবে। তর্কের খাতিরে যদি ধরেও নিই, শঙ্করাচার্য বলেন সব ধর্মের মানুষের মন্দিরে প্রবেশে বাধা নেই, তাহলে মন্দিরের নিরাপত্তার কথা মাথায় রেখে সরকারকে কয়েকবার বিষয়টি ভেবে দেখতে হবে। সারা বিশ্ব যখন সন্ত্রাসবাদের আতঙ্কে ভুগছে, তখন সরকার কি মন্দিরে পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করতে পারবে? অহিন্দুদের প্রবেশের প্রভাব ও ফল গুরুত্ব সহকারে ভেবে দেখা উচিত। এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে খুব সতর্ক থাকা দরকার। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সেবায়েত, সরকার ও ভক্তদের মতামত নেওয়া উচিত সুপ্রিম কোর্টের।'