4,000 টাকা পর্যন্ত দাম কমলো এই তিনটি Vivo স্মার্টফোনের

হাইলাইট
Vivo V9 এর দাম হয়েছে 18,990 টাকা

Vivo Y83 আর Vivo X21 ফোনের দাম কমে হয়েছে 13,990 টাকা আর 31,990 টাকা

অনলাইন স্টোরে এখনো পুরোনো দামেই ফোনগুলি বিক্রি হচ্ছে

ভারতে তিনটি স্মার্টফোনের দাম কমিয়েছে Vivo। একটি ফোনের দাম 4000 টাকা পর্যন্ত কমিয়েছে চিনের জনপ্রিয় স্মার্টফোন কোম্পানিটি। Gadgets360 কে Vivo জানিয়েছে Gadgets360 কে Vivo জানিয়েছে ভারতে Vivo V9, Vivo Y83 আর Vivo X21 ফোন তিনটির দাম কমানো হয়েছে। সোমবার থেকে নতুন দাম প্রযোজ্য হবে। সোমবার থেকে নতুন দাম প্রযোজ্য হবে। দাম কমে Vivo V9 এর দাম হয়েছে 18,990 টাকা, Vivo Y83 আর Vivo X21 ফোনের দাম কমে হয়েছে যথাক্রমে 13,990 টাকা আর 31,990 টাকা।

এই বছর লঞ্চের সময় Vivo V9 এর দাম ছিল 22,990 টাকা। জুলাই মাসে এই ফোনের দাম কমে হয়েছিল 20,990 টাকা। আবারও দাম কমে এবার মাত্র 18,990 টাকায় Vivo V9 কেনা যাবে। ভারতে Honor Play ও Nokia 6.1 Plus এর মতো ফোনগুলির সামনে কড়া প্রতিযোগিতার সম্মুখিন হয়েছে Vivo V9 তিনটি আলাদা রঙে 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে Vivo V9 পাওয়া যায়।

জুন মাসে ভারতে লঞ্চের সময় Vivo Y83 ফোনের দাম ছিল 14,990 টাকা। 4GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে Vivo Y83 পাওয়া যায়। ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সহ 35,990 টাকায় ভারতে লঞ্চ হয়েছিল প্রিমিয়াম Vivo X21। আপাতত নতুন এই দামে অফলাইন স্টোর থেকে এই ফোনগুলি কেনা যাবে সব অনলাইন স্টোরে এখনো পুরোনো দামেই Vivo V9, Vivo Y83 আর Vivo X21 বিক্রি হচ্ছে।

প্রসঙ্গত আগামী 6 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে Vivo V11 Pro। ইতিমধ্যেই কোম্পানির পোস্ট করা টিজারে দেখা গিয়েছে এই ফোনে থাকবে ওয়াটারড্রপ ডিসপ্লে নচ, হালো ফুল ভুই ডিসপ্লে, ডুয়াল ক্যামেরা আর ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।