কেরলের বন্যায় কমতে পারে সোনার চাহিদা


মুম্বই:সামনে উৎসব এবং বিয়ের মরশুম থাকলেও বন্যার জেরে কেরলে অলংকারের চাহিদা কমতে পারে বলেই আশংকা৷ কেরলে এমনিতে দেশের মধ্যে সবেচেয়ে সোনা কেনার রাজ্য হলেও এই বন্যায় অনেক হিসেবই পাল্টে দিচ্ছে ৷ গড়ে যেখানে ওই রাজ্যে বিয়েতে ২০০গ্রাম থেকে ১কেজি সোনা দেওয়ার চল রয়েছে সেখানে পরের মাসে বিয়ের জন্য ৫০ শতাংশ চাহিদা পড়ে যেতে পারে বলে প্রতিবেদনে জানিয়েছেন একটি সর্ব ভারতীয় সংবাদ মাধ্যম৷ কারণ ওই প্রতিবেদনে তেমনই আশংকা প্রকাশ করেছেন অল কেরল গোল্ড অ্যান্ড সিলভার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি বি গোবিন্দন৷

আপাতত এই বন্যা কবলিত মানুষ জনের গহনা কেনার বদলে অন্য অত্যাবশ্যকীয় পণ্য কেনাকাটি করাটা অগ্রাধিকার দেবে বলেই মনে করা হচ্ছে ৷ এদিকে অল ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি ট্রেড ফেডারেশনের কর্তারা কেরলের অলংকার বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন ৷ পাশাপাশি তাদের অবস্থা খতিয়ে দেখতে ও প্রয়োজনীয় সাহায্যের ব্যবস্থা করতে শীঘ্রই এই সংগঠনের প্রতিনিধিরা কেরল যাবেন বলে জানিয়েছেন সংগঠনের চেয়ারম্যান নীতিন খান্ডেলকার৷
 
২০১১-১২ সালে স্ট্যাটিস্টিকস অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন মন্ত্রকের করা সমীক্ষায় বলা হয়েছিন জনপ্রতি সোনার গহনা কেনায় ভারতে কেরল শীর্ষে যা গড়ে ৪০০ টাকা (৫.৭০ ডলার)৷ দেশে উৎসব এবং বিয়ের মরশুম বলে ধরা হয় অগস্টের শেষ থেকে ডিসেম্বর৷ এদিকে বন্যার জেরে অলংকার নির্মাতাদের ৬০-৭০ শতাংশ কারখানাই ক্ষতিগ্রস্ত এবং শ্রমিক আদৌ কাজ করার মতো অবস্থায় নেই ফলে সরবরাহও এখন সীমিত বলেই জানিয়েছেন বি গোবিন্দন৷ তবে এত আগে থেকে গোটা মরশুমে বন্যার প্রভাব কেমন হবে তা মানতে চাইছেন না কেরলের অন্যতম নামকরা জুয়েলার্স মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডের কর্তা৷