বারুইপুরে ইভটিজ়িং, প্রতিবাদ করে আক্রান্ত অন্তঃসত্ত্বা


বারুইপুর : কটূক্তি ও অশালীন আচরণের প্রতিবাদ করায় মারধর করা হল এক গর্ভবতী মহিলা সহ চারজনকে। ঘটনাটি বারুইপুর থানার রামধারি এলাকার। আহতদের বারুইপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে।

গতকাল রামনগরের বাসিন্দা সুমিত (নাম পরিবর্তিত) পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ঘুরতে যান। তাঁর অভিযোগ, বাড়ি থেকে বেরোতেই তিনজন যুবক তাঁর সঙ্গে থাকা মহিলাদের লক্ষ্য করে অশালীন কথাবার্তা বলতে শুরু করে। যুবকরা বাইকে করে এসেছিল। তারা কটূক্তি ও অশালীন অঙ্গভঙ্গি করতেও শুরু করে। এই ঘটনার প্রতিবাদ করেন তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যরা। 

প্রতিবাদের মুখে পড়ে এলাকা ছেড়ে তখনকার মতো চলে যায় যুবকরা। অভিযোগ, কিছুক্ষণ পর আরও কয়েকজনকে নিয়ে সেই যুবকরা ফিরে আসে। এবার তারা সুমিতবাবুর পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। শুরু করে মারধর। অন্তঃসত্ত্বা সুমিতবাবুর স্ত্রীও রেহাই পাননি আক্রমণকারীদের হাত থেকে। তাঁকেও মারধর করা হয়। 

সুমিতবাবুর স্ত্রী বলেন, "আমাদের সঙ্গে অশালীন আচরণ করেছিল ওরা। প্রতিবাদ করেছিলাম। তাই মারধর করা হল। সঙ্গে থাকা বাচ্চাদেরও ছাড়েনি। আশপাশের সবাই দেখেছে, কিন্তু কেউ কোনও প্রতিবাদ করেননি।" 

গতরাতেই বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কেউ হয়নি।