ভিডিও কলে মায়ের শেষকৃত্য দেখে ক্যুরিয়রে চিতাভস্ম চাইল মেয়ে


নীরিবাই ধীরজ প্যাটেল মুম্বই শহর থেকে ৮০ কিলোমিটার দূরে মানোরে প্রয়াত হয়েছেন। বছর ৬৫-র এই পার্সি মহিলার পরিবারের আর কেউ ছিলেন না। একমাত্র বিবাহিত মেয়ে থাকেন আহমেদাবাদে। মৃত্যুর পরে প্রতিবেশীরা দেহ সৎকারের আগে মেয়েকে ফোন করে মায়ের মৃত্যু সংবাদ দেন। মেয়ে জানান, এখুনি আসতে পারবেন না। উল্টে হোয়াটসঅ্যাপে শেষকৃত্যের ভিডিও পাঠাতে বলেন।

শুধু তাই নয়, ভিডিও কলে মায়ের শেষকৃত্যও আহমেদাবাদে বসে দেখেছেন মেয়ে। তারপরে ক্যুরিয়রে চিতাভস্ম চেয়ে পাঠিয়েছেন। গ্রামবাসীদের আবদান জানিয়েছেন, মায়ের মুখ যেন শেষবার হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়ে তাকে দেখানো হয়।

গ্রামবাসীরা মেয়ের কথা শুনেই কাজ করেছেন। নীরিবাঈ অনেকদিন অসুস্থ ছিলেন। মেয়ে দেখতেও আসতেন না। শেষকৃত্যেও আসেননি। গ্রামে পার্সি রীতি মেনে শেষকৃত্যের কোনও ব্যবস্থা নেই। নীরিবাঈ প্রয়াত হওয়ার পর তাই মেয়েকেই ফোন করে গ্রামবাসীরা পরামর্শ চান। শেষ অবধি বৃদ্ধাকে গ্রামেই দাহ করার ব্যবস্থা করা হয়। মেয়ে কেন এলেন না, তা স্পষ্ট করে জানা যায়নি।