রুপো জিতে কোটিপতি হয়ে গেলেন দ্যূতি চাঁদ


ভুবনেশ্বর : এশিয়ান গেমসে মহিলাদের ১০০ মিটার দৌড়ে রুপো জয়ী দ্যূতি চাঁদকে দেড় কোটি টাকা দেওয়ার ঘোষণা করল ওড়িশা সরকার ৷ ইন্দোনেশিয়ায় আয়োজিত এশিয়ান গেমসে ঐতিহাসিক অ্যাচিভমেন্ট দ্যূতির ৷

১১.৩২ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে রবিবারই রুপো পেয়েছিলেন দ্যূতি ৷ এবার সেই দ্যূতির পারফরম্যান্সকে স্বীকৃতি দিতেই ওড়িশা সরকারের অভিনব উদ্যোগ ৷ এছাড়াও ওড়িশা অলিম্পিক্স অ্যাসোসিয়েশন ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷

মুখ্যমন্ত্রীর দফতর থেকে জারি বিবৃতিতে জানানো হয়েছে, ''এশিয়ান গেমসের মঞ্চ থেকে ২০ বছর বাদে এই স্বীকৃতি এনে দিয়েছে ওড়িশা ৷ ১৯৯৮ সালে ওড়িশার অ্যাথলিট রচিতা পান্ডা মিস্ত্রি এশিয়ান গেমসে ব্রোঞ্জ পেয়েছিলেন ৷ ''  এছাড়াও আরও বলা হয়েছে, ''ওঁর প্রতিভার স্বীকৃতিস্বরূপ ওঁকে যাতে আরও কঠিন পরিশ্রমের জন্য মোটিভেট করা যায় তাই এই দেড় কোটি টাকা পুরস্কার দেওয়া হচ্ছে ৷ ''

দ্যূতির সাফল্যে ইতিমধ্যেই টুইটারে প্রধানমন্ত্রী থেকে ক্রিকেটার সকলেই শুভেচ্ছা জানিয়েছেন তরুণ এই অ্যাথলিটকে ৷