ব্যবহার করেন নাকি SBI-এর এই কার্ড? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর


দেশের সবথেকে বড় সরকারি ব্যাঙ্ক SBI ৷ নিন্দুকেরা বলেন, কোনও পরিষেবাই নাকি বিনামূল্যে দেয় না এই ব্যাঙ্ক ৷ এমনকী সামান্য পরিষেবার বিনিময়ে আদায় করে চড়া চার্জ ৷ কিন্তু এবার নিন্দুকদের মুখে পড়তে চলেছে ছাই ৷ গ্রাহকদের জন্য অসাধারণ অফার এনেছে এসবিআই ৷ SBI এবার গ্রাহকদের এমন সুযোগ দিচ্ছে যা অন্য কোনও ব্যাঙ্কের গ্রাহকেরা পান না ৷

এবার নগদ ছাড়াই শপিংয়ের সুযোগ দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ বিনামূল্যেই গ্রাহকদের ক্লাসিক শপিং কার্ডের সুবিধা দিচ্ছে SBI ৷ শুধু তাই নয় SBI ক্লাসিক ডেবিট এবং শপিং কার্ড ব্যবহার করে ফ্রিডম রিওয়ার্ডস পয়েন্ট পাবেন গ্রাহকেরা ৷ যার মাধ্যমে নগদ ছাড়াই শপিং করতে পারবেন কার্জ ব্যবহারকারীরা ৷ তবে এই কার্ড ব্যবহার করে তোলা যাবে নগদ টাকাও ৷

ভারতে SBI ক্লাসিক ডেবিট এবং শপিং কার্ড ব্যবহার করে কেনাকাটায় ছাড় পেতে পারেন ৫ লাখেরও বেশি সংস্থায় ৷ অনলাইনে বিল মেটানো, কেনাকাটা, সিনেমার অনলাইন টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এই কার্ড অত্যন্ত সুরক্ষিত ৷ কার্ডের নিরাপত্তার জন্য প্রতিটি লেনদেনে গ্রাহকের মোবাইলে পাঠানো হয় এসএমএস অ্যালার্ট ৷

এই কার্ড ব্যবহারকারীরা বিশেষ সংস্থা থেকে কেনাকাটার সময়, গাড়িতে তেল ভরা, রেস্তোরাঁয় টেবিল বুকিং অথবা অনলাইনে কেনাকাটার সময় প্রতি ১০০ টাকায় বিশেষ ছাড় পেতে পারেন ৷ কার্ডে জমা হওয়া রিওয়ার্ড পয়েন্টই গ্রাহকদের বিশেষ ছাড়ের সুযোগ করে দেয় ৷

SBI ক্লাসিক ডেবিট এবং শপিং কার্ড ব্যবহারকারীরা রিওয়ার্ড পয়েন্টের ভিত্তিতে পেতে পারেন দুর্দান্ত উপহারও ৷ এবিষয়ে আরও জানতে ক্লিক করুন http://www.statebankrewardz.com/

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্লাসিক ডেবিট এবং শপিং কার্ডে দৈনিক ন্যূনতম ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৪০ হাজার টাকা তোলা যায় ৷ এছাড়া এই কার্ড ব্যবহার করে দৈনিক সর্বোচ্চ ৫০ হাজার টাকার কেনাকাটা করা যায় ৷

ক্লাসিক ডেবিট এবং শপিং কার্ড চালু করতে কোনও শুল্ক নেয় না SBI ৷ তবে বার্ষিক এই কার্ডের জন্য ১০০ টাকা এবং কার্ড বদলের জন্য ২০৪ টাকা চার্জ করে ব্যাঙ্ক ৷