নিজের রেকর্ড ভেঙে রুপো আনলেন ধরুণ


জাকার্তা: এশিয়ান গেমসের নবম দিনে অ্যাথলেটক্সের হাত ধরে দিনের প্রথম পদক ভারতের৷ ছেলেদের ৪০০ মিটার হার্ডলে ৪৮.৯৬ সেকেন্ড সময় নিয়ে রুপো জিতলেন ধরুণ আয়াসামি৷ তামিলনাড়ুর ধরুণের রুপো মিলিয়ে এখনও পর্যন্ত এশিয়ান গেমস থেকে ৩৮টি পদক জিতেছে ভারত৷ এটি ভারতের ১১তম রুপোর পদক৷ ৭টি সোনা, ১১ টি রুপো ও ২০টি ব্রোঞ্জ পদক জিতে জাকার্তা এশিয়াডের পদক তালিকায় নয় নম্বরে রয়েছে ভারত৷

এদিন ৪০০ মিটার হার্ডলে জাতীয় রেকর্ড ভেঙে দেন ধরুণ৷ এশিয়াডে তামিল অ্যাথিলট সময় নিয়েছেন ৪৮.৯৬ সেকেন্ড৷ এর আগে জাতীয় রেকর্ড ছিল জোসেফ আব্রাহামের৷ ২০০৭ সালে জাতীয় চ্যাম্পিয়নশিপের আসরে ৪০০ মিটার হার্ডলে আব্রাহাম সময় নিয়েছিলেন ৪৯.৫১সেকেন্ড৷ চলতি বছরে ফেড কাপের আসরে সেই রেকর্ড ভেঙে দেন ধরুণ৷ তাঁর নতুন রেকর্ড রেকর্ড ছিল ৪৯.৪৫৷ নিজের সেই রেকর্ড এদিন ভেঙে দেন জোসেফ৷ এদিন ৪৯ সেকেন্ডে মধ্যেই ৪০০ মিটার হার্ডেল পূর্ণ করেছেন তামিল অ্যাথলিট৷