এশিয়াডে রুপোলি মেয়ে সুধা


জাকার্তা: অ্যাথলেটিক্সে আরও একটি রুপো ভারতের৷ এবার মেয়েদের ৩০০০ মিটার স্টিপেলচেজে রুপোর পদক গলায় ঝোলালেন ভারতের সুধা সিং৷  অন্যদিকে মেয়েদের লং জাম্পে ৬.৫১ মিটার জাম্প দিয়ে রুপো জিতছেন নিনা ভারাকিল৷

সপ্তাহের প্রথম দিনে অ্যাথলেটিক্সে সুহানা সফর ভারতের৷ জাকার্তা এশিয়াডের নবম দিনে এখনও পর্যন্ত তিনটি রুপো ও নীরজ চোপড়ার হাত ধরে একটি সোনার পদক জিতেছে ভারত৷ ৩০০০ মিটার স্টিপেলচেজে এদিন ৩২ বছরের সুধা সময় নিয়েছেন ৯মিনিট ৪০.৩ সেকন্ড৷ ৯মিনিট ৩৬.৫২ সেকেন্ড সময়ে রেস শেষ করে সোনা জিতেছেন বাহেরিনের উইফ্রেড য়াভি৷
 
মেয়েদের লং জাম্পে এবার ইতিহাস গড়লেন নিনা ভারাকিল৷ এশিয়াডের ইতিহাসে নিনাই প্রথম ভারতীয় যিনি লং জাম্পে পোর্ডিয়াম ফিনিস করলেন৷  এদিন চতুর্থ প্রয়াসে ৬.৫১ মিটার জাম্প দিয়েছেন নিনা৷ ৬.৫৫ মিটার জাম্প করে সোনা জিতেছেন ভিয়েতনামের ভুই থি থাও৷ এর আগে ২০০৭ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপের আসরে লং জাম্পে রুপো জিতেছিলেন অঞ্জু ববি জর্জ।