পেট্রোল-ডিজেলের রেকর্ড মূল্যবৃদ্ধি! মোদীর 'আচ্ছে দিন' নিয়ে প্রশ্ন


প্রতিদিনই একটু একটু করে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। গত আটমাসে এই মূল্যবৃদ্ধি ১০ শতাংশেরও বেশি। পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রভাব সাধারণ বাজারে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে।


বেশ কিছুদিন ধরে টানা দাম বৃদ্ধি চলার পর ৩০ মে থেকে পেট্রোপণ্যের দাম কিছুটা করে হ্রাস পায়। তবে এরপর থেকে পেট্রোল-ডিজেলে টানা মূল্য বৃদ্ধি চলছেই। শুধুমাত্র পেট্রোলেই অগাস্টে মূল্যবৃদ্ধি হয়েছে ১.৪২ টাকা। আর ডিজেলে মূল্যবৃদ্ধি হয়েছে ১.৪৬ টাকা।

একনজরে দেখে নেওয়া যাক চার মেট্রো শহরের সোমবারের পেট্রোলের মূল্য
দিল্লি ৭৭.৭২ টাকা, কলকাতা ৮০.৮৪ টাকা, চেন্নাই ৮০.৭৪ টাকা এবং মুম্বই ৮৫.১৪ টাকা

একনজরে দেখে নেওয়া যাক চার মেট্রো শহরের সোমবারের ডিজেলের মূল্য
দিল্লি ৬৯.২৩ টাকা, কলকাতা ৭২.৩১ টাকা, চেন্নাই ৭৩.১৩ টাকা এবং মুম্বই ৭৩.৪৯ টাকা
একনজরে অগাস্টে যেভাবে বেড়েছে পেট্রোলের মূল্য(কলকাতা)
৩১ জুলাই ৭৯.২৪ টাকা
২৭ অগাস্ট ৮০.৮৪ টাকা

৮ মাসে পেট্রোলের দাম বেড়েছে ৮. ৩২টাকা
একনজরে অগাস্টে যেভাবে বেড়েছে ডিজেলের মূল্য(কলকাতা)
৩১ জুলাই ৭০.৬১ টাকা
২৭ অগাস্ট ৭২.৩১ টাকা
৮ মাসে ডিজেলের দাম বেড়েছে ৯.৯৫ টাকা

প্রসঙ্গ ক্রমে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ আমলে তেলের মূল্য যখন বেড়েছিল, তখন আন্দোলনের একেবারে সামনের সারিতে ছিল বিজেপি। ২০০৮ সালে আন্তর্জাতিক বাজারে ব্যারেল পিছু তেলের মূল্য পৌঁছে গিয়েছিল ১৪০ ডলারে। সেই সময় দেশের বাজারে তেলের মূল্য ছিল ৭০ টাকা লিটার।

সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, অদূর ভবিষ্যতে পেট্রোল-ডিজেল জিএসটির আওতায় আসবে না। কেননা, কেন্দ্র কিংবা রাজ্য কেউই পেট্রোল-ডিজেল থেকে রাজস্ব হারাতে চায় না। সূত্র হিসেবে বলা যেতে পারে, দেশের মধ্যে মুম্বইয়ে পেট্রোলের ওপর ভ্যাট ৩৯.১২ শতাংশ।