তেলে ছেঁকা অব্যাহত, নয়া উচ্চতায় পেট্রল ও ডিজেলের দর


নয়াদিল্লি: বিশ্ববাজারে তেলের দরে ক্রমাগত বৃদ্ধি ও টাকার দরের অবাধ পতনে মঙ্গলবার তেলের দাম উঠল রেকর্ড উচ্চতায়৷ সকাল হতেই এদিন আরও এক দফা পেট্রল ও ডিজেলের দাম বাড়াল তেল কোম্পানিগুলি৷ রাজধানী দিল্লিতে পেট্রল ৮১ ছুঁই ছুঁই৷ এদিন দিল্লিতে লিটার প্রতি পেট্রলের দাম বেড়েছে ১৪ পয়সা৷ নতুন দাম হয়েছে ৮০.৮৭ পয়সা৷ দাম বেড়েছে ডিজেলেরও৷ দিল্লিতে ডিজেলের দাম বেড়ে হয়েছে ৭২.৯৭ পয়সা৷

পেট্রল ও ডিজেলের দাম বাড়ায় নাজেহাল অবস্থা মুম্বইয়ের৷ চারটি মেট্রোপলিটন শহরের মধ্যে বাণিজ্য নগরীতে জ্বালানির দাম সবচেয়ে বেশি৷ মঙ্গলবার মুম্বইয়ের পেট্রলপাম্পের ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ডে জ্বলজ্বল করছে নতুন দাম৷ পেট্রল ৮৮.২৬ পয়সা, ডিজেল ৭৭.৪৭ পয়সা৷
 
সকালে ইন্ডিয়ান ওয়েলের ওয়েবসাইটে তেলের দাম ঘোষণা হতেই মাথায় হাত মধ্যবিত্তের৷ প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়া ও টাকার দর কমে যাওয়ায় দেশে পেট্রল ও ডিজেলের দাম সব রেকর্ড ভেঙে দিচ্ছে৷ পরিসংখ্যান বলছে চলতি বছর দিল্লিতে পেট্রলের দাম প্রায় ১১টাকা বৃ্দ্ধি পেয়েছে৷ ডিজেলের দাম বেড়েছে আরও বেশি ১৩ টাকা৷ একই হাল অন্যান্য শহরেও৷ ক্রমাগত তেলের দাম বাড়তে থাকায় তার প্রভাব পড়ে দেশের বাজারে৷ বাড়তে থাকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম৷ ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের৷

এ দিকে তেলের লাগামহীন দাম বৃদ্ধির প্রতিবাদে সোমবার ভারত বনধের ডাক দেয় কংগ্রেস সহ বিরোধী দলগুলি৷ পেট্রল ও ডিজেলকে পণ্য পরিষেবা করের আওতায় আনার দাবি জানান৷ যদিও সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ তবে তেলের দাম বৃদ্ধির জেরে ক্ষুব্ধ মধ্যবিত্ত৷ সেই ক্ষোভ প্রশমিত করতে বেশ কিছু রাজ্য তেলের উপর ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে৷